• ৫ বৈশাখ ,১৪৩১,18 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

এবার ঢাকায় জাপানি নারী নিখোঁজের পর লাশ হলেন

| নভেম্বর 25, 2015 | 0 Comments

0,,18747866_303,00দেশের খবর: এবার বাংলাদেশে এক জাপানী নারী নিখোঁজ হওয়ার পর তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা৷ আর এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ৷

জাপানী ওই নারীর নাম হিরোয়ি মিয়েতা (৫৫)৷ তিনি প্রায় একমাস আগে ঢাকার উত্তরা এলাকা থেকে নিখোঁজ হন৷ উত্তরা পূর্ব থানা পুলিশ জানায়, নিহত মিয়েতা উত্তরা ৬ নম্বর সেক্টরে ১৩/বি নম্বর সড়কের ৮ নম্বর ‘হোল্ডিংয়ে সিটি হোমস’ নামে একটি ডরমিটারিতে থাকতেন৷ গত আগস্টে তিনি তাঁর কয়েকজন ব্যবসায়িক পার্টনারের পরামর্শে উত্তরার ভাটারা থ এলাকার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন৷ মিয়েতার সঙ্গে জাপানে বসবাসরত তার মায়ের সঙ্গে প্রতিদিন টেলিফোনে কথা হত৷ গত ২৬শে অক্টোবর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পান তার মা৷ এরপর তিনি ঢাকায় জাপান দূতাবাসকে বিষয়টি জানান৷

জাপান দূতাবাসের পক্ষে ভাইস কাউন্সিলর কুসুকি মাৎসুনা প্রথমে বিষয়টি থানা পুলিশকে মৌখিকভাবে জানান৷ পরে ১৯শে নভেম্বর উত্তরা পূর্ব থানায় মিয়েতা নিখোঁজ থাকার বিষয়ে তিনি একটি সাধারণ ডায়েরি করেন৷ এরপর পুলিশ তাঁর পাঁচজন ব্যবসায়িক পার্টনারকে আটক করে৷

তারা তাঁকে হত্যা এবং লাশ উত্তরার খালপাড় এলাকায় দাফন করার কথা স্বীকার করে বলে পুলিশ জানায়৷ পুলিশ কবর থেকে লাশ উত্তোলন এবং ময়না তদন্তের জন্য আবেদন করেছে৷

ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম  বলেন,‌ ‘‘জাপানি নারীকে হত্যা করা হয়েছে কিনা তা জানার জন্য তদন্ত চলছে৷ আটকদের জিজ্ঞাসাবাদ এবং লাশ তুলে ময়না তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।‘‘
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, জাপানি নারীকে অপহরণ করে হত্যার পর লাশ গুম করার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা৷তিনি ঢাকায় তৈরি পোশাকের বায়িং হাউজের ব্যবসা করতেন বলে জানা যায়৷

এই ঘটনায় আটকরা হলেন, মো. মারুফ, রাশেদুল হক বাপ্পী, ফখরুল ইসলাম, ডা. বিমল চন্দ্র শীল ও মো. জাহাঙ্গীর৷

এদিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে মঙ্গলবার বেলা ১১টায় জাপানী নারী হত্যার বিষয়ে এক সংবাদ সম্মেলন করার কথা বললেও তা বাতিল করে৷

প্রসঙ্গত বাংলাদেশে গত দুই মানে একজন ইটালিয়ান এবং একজন জাপানি নাগরিককে হত্যা করা হয়৷ এছাড়া আরো ইটালিয়ান নাগরিক ও একজন খ্রীস্টান ধর্ম যাজককে হত্যার চেষ্টা করা হয়৷ আর সর্বশেষ এক জাপানী নারীকে হত্যার খবর পাওয়া গেল৷

এ নিয়ে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান  বলেন, ‘‘বাংলাদেশে খুন গুমের ঘটনা যেন স্বাভাবিক৷ কিন্তু এরমধ্যেই বিদেশিরা অনেকটা নিরাপদে ছিলেন৷ কিন্তু গত দু’মাসে তাঁদের ওপর যে হামলা হয়েছে তাতে আর তাঁরা বাংলাদেশে নিরাপদ নন বলেই মনে হয়৷ আর সর্বশেষ তারা নিখোঁজ, হত্যা এবং গুমেরও শিকার হলেন৷”

এলিনা খান আরো বলেন, ‘‘বাংলাদেশ সরকারকে এখনই বিদেশিদের নিরাপত্তায় পর্যাপ্ত এবং কার্যকর ব্যবস্থা নিতে হবে৷ নয়তো বিদেশিরা এখানে বিনিয়োগ করতে বা থাকতে চাইবেনা৷”

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর

About the Author ()

Leave a Reply