• ৬ বৈশাখ ,১৪৩১,20 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

নষ্ট হয়ে গেছে অমিতাভের যকৃতের ৭৫ শতাংশ

| নভেম্বর 25, 2015 | 0 Comments

téléchargement (1)বিনোদন: যকৃতের ৭৫ শতাংশ নষ্ট হয়ে গেছে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের (বিগ বি)। হেপাটাইটিস-বির মতো রোগে আক্রান্ত হয়ে খারাপ হয়ে গেছে তার যকৃৎ।

বিগ বি বলেন, ১৯৮২ সালের আগস্টে ‘কুলি’ ছবির শুটিংয়ে তিনি গুরুতর আহত হন। তখন তার প্রচুর রক্তক্ষরণ হয়। এজন্য প্রায় ২০০ জনের কাছ থেকে ৬০ ব্যাগ রক্ত দেয়া হয় তাকে। সেই সময় হেপাটাইটিস-বি রোগে আক্রান্ত কোনো ব্যক্তি তাকে রক্ত দেন। এভাবেই রোগটি তার শরীরে চলে আসে।

ঘটনার প্রায় ১৮ বছর পর ২০০০ সালে অমিতাভ জানতে পারেন, তার শরীরে এই রোগ বাসা বেঁধেছে। এর ফলে তার যকৃতের ৭৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। মঙ্গলবার মুম্বাইয়ে ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন অমিতাভ।
পরে তাকে জিজ্ঞেস করা হয়, তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাচ্ছেন না কেন? উত্তরে অমিতাভ বলেন, ভারতের ডাক্তারদের ওপরে আস্থা রাখতেই তিনি বিশ্বাসী। বাইরে এমন কোনো চিকিৎসা পদ্ধতি নেই, যা ভারতে নেই।

Category: 1stpage, Scroll_Head_Line, বিনোদন

About the Author ()

Leave a Reply