• ৭ বৈশাখ ,১৪৩১,20 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

উন্নত চিকিৎসার জন্য স্পিকারকে বিদেশে নেয়ার পরামর্শ

| মে 30, 2016 | 0 Comments

bd speakerদেশের খবর: হাসপাতালে ভর্তি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। তবে স্পিকার এখনো এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেননি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন।

স্পিকার গত শনিবার রাতে উচ্চ রক্তচাপজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন। পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসের ভাইরাসের আক্রমণ ধরা পড়েছে। যে কারণে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরামর্শ দিয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রোববার রাতে দেশে ফিরেই তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়েছেন। সোমবার দুপুরে প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে ডেপুটি স্পিকারের সঙ্গে পরামর্শ করেছেন। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী ও ডেপুটি স্পিকার সংসদের বাজেট অধিবেশন ও সংসদ কমিশনের বৈঠক নিয়েও আলোচনা করেন। এর আগে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিসহ অনেকে স্পিকারকে হাসপাতালে দেখতে যান।
স্পিকার অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। তিনি জানান, স্পিকারকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর স্পিকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এদিকে দেশে ফিরে ড. শিরীন শারমিন চৌধুরীকে দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্পিকারকে দেখতে গিয়ে প্রধানমন্ত্রী সেখানে ২০ মিনিট অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল জয়নাল আবেদীন।

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর

About the Author ()

Leave a Reply