• ৫ বৈশাখ ,১৪৩১,18 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী পালিত

| মে 30, 2016 | 0 Comments

bnpদেশের খবর: নানা কর্মসূচির মধ্যদিয়ে শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী সোমবার পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পুষপস্তবক অর্পণ, গণভোজ, দোয়া মাহফিল ও আলোচনা সভা।

এ উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান শহীদ জিয়ার সহধর্মিনী।

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম শাহাদৎবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী কিছু সেনাসদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তিনি।

বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে তিনি স্মরণীয় হয়ে আছেন। বাংলাদেশের অর্থনীতির ভিত্তিকে সৃদৃঢ় করার কৃতিত্বও তাকে দেয়া হয়।

শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানানো শেষে জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন বেগম জিয়া। পরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে মাজার প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন।

এ সময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, চৌধুরী কামাল ইবনে ইউসূফ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামা ওবায়েদ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, অর্থনীতিবিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে রাজধানীতে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করবেন খালেদা জিয়া। রাজধানীর মানিকনগর থেকে খাবার বিতরণ শুরু করে বিভিন্ন স্পট ঘুরে বাংলামটরে গিয়ে কার্যক্রমের ইতি টানবেন তিনি।

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর

About the Author ()

Leave a Reply