• ৬ বৈশাখ ,১৪৩১,19 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ইতালী বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পরে সাংবাদিক সম্মেলন

| জুলাই 13, 2016 | 0 Comments

Sans titreইউরোবিডি কমিউনিটি সংবাদ: রোমের তোরপিনাত্তরা তাজমহল রেস্টরেন্টে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে রোমে বিএনপির দুই গ্রপের মধ্যে দুই পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে সংঘর্ষে লিপ্ত রোমের তরপিনাত্তরায় তাজমহল রেস্টরেন্টে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন করতে বাদা দিলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া মুখে রেস্টুরেন্ট কতৃপক রেস্টুরেন্ট বন্ধ করে দেয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। নির্ধারিত সময়ের প্রায় ২ঘন্টা পরে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সভাপতি শাহ মো: তাইফুর রহমান ছোটন অফিসে সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ৮ বছর পরে গত ইতালী বিএনপির ঘিরে ২৫শে অক্টোবর ২০১৫ আনন্দঘন পরিবেশে ইতালী বিএনপির কাউন্সিলে সরাসরি ভোটে শাহ মো: তাইফুর রহমান ছোটন সভাপতি ও খন্দকার নাসির উদ্দিন সাধারন সম্পাদক নির্বাচিত হন। ৬ মাস পরে কমিটি গঠনে ব্যর্থতার অজুহাতে সাবেক আর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান এক চিঠি দিয়ে গত ১৮ই এপ্রিল নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাককে অব্যহতি প্রদান করেন ও তাদের স্থলে হতে গত ২৫শে মে সম্মেলনে পরাজিত অপর দুই প্রার্থী রাজ্জাক-ঢালীকে সভাপতি ও সাধারন সম্পাদকের দায়ীত্ব প্রদান করেন।

বিষয়টি নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক তাদের অবস্থান ব্যাক্ষা করার গত ৮ই জুলাই সাংবাদিক সম্মেলন আহ্বান করেন। সাংবাদ সম্মেলনের নির্ধারিত সময় আগেই রাজ্জাক – ঢালীর নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী রেস্টুরেন্টের ভিতরে খাবার খাওয়ার ছলে অবস্থান গ্রহন করে। রাত ৯টার দিকে ছোটন-নাসিরের সাথে ২৫-৩০ জন নেতাকর্মী রেস্টরেন্টের হল রুমে প্রবেশ করলে রেস্টুরেন্টের ভিতরে অবস্থানরত রাজ্জাক-ঢালী নেতৃত্বে বাধা দিলে রেস্টুরেন্টের ভিতর ধাক্কা ধাক্কি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চেলে গেলে রেস্টরেন্ট কর্তৃপক্ষ বাতি নিভিয়ে রেস্টুরেন্ট বন্ধ ঘোষনা করে। এসময় সবাই বের হয়ে রাস্তায় জড় হয় সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। এসময় পুলিশ এ���ে পরিস্থতি নিয়ন্ত্রন করে।

নির্ধারিত সময়ের প্রায় ২ ঘন্টা তার ১০টায় ইতালী বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সভাপতি শাহ মো: তাইফুর রহমান ছোটনের অফি���ে সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের সামনে জনাব ছোটন তার অবস্থান ব্যাক্ষা করে দাবী করেন মাহিদুর রহমান জনাব তারেক রহমানের ইমেজ ব্যবহার করে অনৈতিক ভাবে অব্যহতি পত্রটি দিয়েছেন যে বিষয়ে বিএনপির কেন্দ্রীয় মহাসচিব ও দফতর সম্পাদক অবহিত নয় এবং গঠনতান্ত্রিক বৈধতা নাই সুতরাং নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাকদকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত অবৈধ ও মানার কোন অবকাশ নেই। তিনি সাংবাদিক কাছে লিখিত ভাবে তার অবস্তান তুলে ধরে বলেন গত ১৮ই এপ্রিল হতে স্থগিত দলের কার্জক্রম আজ হতে পুনরায় শুরু করা হল এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাত করে এ বিষ���ে তার নির্দশনা গ্রহন করার পরে দলের পরবর্তী কর্মসূচী সবাইকে জানানো হবে।

প্রচার সম্পাদক

ফিরোজ আকন ।

Category: Community Italy, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply