• ৭ বৈশাখ ,১৪৩১,20 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সাত মাসে ৭৭ কোটি ৯২ লক্ষ ৬৩ হাজার ৩০২ বার দেখা হয়েছে ভিডিওটি।

| জুলাই 21, 2016 | 0 Comments
0,,18703825_303,00

পপ শিল্পী জাস্টিন বিবার

দুই তরুণ-তরুণী একটি গানকে এত জনপ্রিয় করে তুলেছেন যে গত সাত মাসে ৭৭ কোটি ৯২ লক্ষ ৬৩ হাজার ৩০২ বার দেখা হয়েছে গানটি৷

ক্যানাডিয়ান পপ শিল্পী জাস্টিন বিবারের গান ‘লাভ ইয়োরসেল্ফ’৷ তাঁর চতুর্থ অ্যালবাম ‘পার্পাস’-এ ছিল গানটি৷ অ্যালবাম প্রকাশের পরপরই মোটামুটি জনপ্রিয়তা পেয়েছিল গানটি৷ তবে এই গানের একটি ইউটিউব ভিডিও যে হারে মনোযোগ আকর্ষণ করছে, তা সত্যিই বিস্ময়কর৷ ভিডিওটি দেখে নীচে একজন মন্তব্যও করেছেন, ‘‘গানটি প্রায় ৯ মাসের পুরনো৷ এই ২০১৬ সালেও কেন যে মানুষ গানটি এত শুনছে, বুঝতে পারছিনা৷”

গানটি লিখেছেন এড শিরান৷ চমৎকার লিরিক্স, যেখানে এক প্রেমিক তাঁর প্রেমিকাকে বলছে, ‘তুমি নিজেকে ভালোবাসো’৷

বিচ্ছেদের মুহূর্তের কথা৷ সেখানে প্রেমিক একে একে তুলে ধরেছে সমস্ত অনুযোগের কথা৷ তবে শেষ কথা একটাই- নিজেকে ভালোবেসো৷ এই বক্তব্যের জন্য সংগীত সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছিল গানটি৷

এই ইউটিউব ভিডিওতে গানের চমৎকার কথা এবং সুরের সঙ্গে যোগ হয়েছে খুব ভালো নাচ৷ মূলত দৈনন্দিন নানা কাজ এবং ছোট-বড় নানা অনুভূতিও নাচের মাধ্যমে অবলীলায় প্রকাশের দক্ষতায় মুগ্ধ হয়ে মানুষ বারবার দেখছেন ভিডিওটি৷ তাই গত সাত মাসে ৭৭ কোটি ৯২ লক্ষ ৬৩ হাজার ৩০২ বার দেখা হয়েছে।

 

Category: 1stpage, Scroll_Head_Line, video-news, বিনোদন

About the Author ()

Leave a Reply