• ৫ বৈশাখ ,১৪৩১,18 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

৩১শে জুলাই পর্তুগালে প্রদর্শিত হতে যাচ্ছে বাংলা সিনেমা “যদি তুমি জানতে”

| জুলাই 22, 2016 | 0 Comments

13731640_10206786627804569_1392361782391284169_nমো. নুরুল্লা, পর্তুগাল থেকে:

ইউরোবিডি কমিউনিটি সংবাদ: ইউরোপের অন্যতম দেশ পর্তুগালের শহর পোর্তোর সিনেমা হলে সামাজিক পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা “যদি তুমি জানতে” প্রদর্শন করা হবে ৩১শে জুলাই।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় রাষ্ট্রদূত জনাব ইমতিয়াজ আহম্মদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ছবির পরিচালক এবং অভিনেতা আশরাফ জামান কিটু।

বিষয়টি নিশ্চিত করেছেন পোর্তো বাংলাদেশ কমিটির সভাপতি শাহ আলম কাজল।

এখানে উল্লেখযোগ্য ছবিটি বিনামূল্যে দেখতে পারবেন পর্তুগালে বসবাসরত বাংলাদেশিরা। ছবিটি প্রদর্শন শুরু হবে রাত ৯টায়।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ছবির পরিচালক এবং অভিনেতা জনাব আশরাফ জামান কিটু, আপনারা সপরিবারে আমন্ত্রিত।
তাং :৩১/০৭/২০১৬
স্থান : টিয়াট্রো সা দা বানদেইরা ন.১০৮,পোর্তো।
সময় :রাত ৯ ঘটিকা।
প্রবেশ : ফ্রি।

Category: Community Belgium, Community Portugal, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply