• ১১ বৈশাখ ,১৪৩১,24 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বার্লিন হামলার প্রধান সন্দেহ ভাজন আনিস আমরি ইতালিতে নিহত

| ডিসেম্বর 23, 2016 | 0 Comments

 ইউরো2016-12-23-12-19-07 সংবাদ : বার্লিন হামলার প্রধান সন্দেহ ভাজন হামলাকারী আনিস আমরি ইতালির উত্তরে মিলান শহরে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে শুক্রবার ইতালির স্থানীয় সময় ভোর ৩টায় নিহত হয়েছে বলে শুক্রবার সকাল ১০টা৪৫ মিনিটে নিশ্চিত করেছে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী।

ইতালি পুলিশ আমরির নিকট পরিচয় পত্র চাওয়ার সাথে সাথে সে অস্ত্র বের করে এবং পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়।পরে পুলিশের পাল্টা গুলিতে সে নিহত হয়।

হামলাকারী হামলার পর বার্লিন থেকে ট্রেনে করে প্যারিস আসে এবং পরে প্যারিস থেকে মিলান যায় বলে জানানো হয়েছে।

উল্লেখ্য    সোমবার সন্ধ্যায় ওই লরি হামলার ঘটনায় বার্লিনে ১২ জন নিহত এবং ৪০ আহত হয়।এদিকে বার্লিন হামলার ঘটনায় সন্দেহভাজন আনিস আমরিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল জার্মান কর্তৃপক্ষ। আনিসকে গ্রেফতারে সহায়ক তথ্য সরবরাহকারী ব্যক্তিকে ১ লাখ ইউরো অর্থাৎ ১ লাখ ৪ হাজার ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। পাশাপাশি জার্মান কর্তৃপক্ষ সতর্ক করে বলেছিল, আনিস আমরির কাছে এখনও অস্ত্র থাকতে পারে এবং সে বিপজ্জনক হতে পারে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - German, ইউরো-সংবাদ - Italy, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply