• ৬ বৈশাখ ,১৪৩১,19 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সের সাবেক প্রধান মন্ত্রী ম্যানুয়াল ভালের গালে যুবকের থাপ্পড়।

| জানুয়ারী 17, 2017 | 0 Comments

ইউরো

সংবাদ:  ফ্রান্সের সাবেক প্রধান মন্ত্রী ম্যানুয়াল ভাল্ মঙ্গলবার ব্রেতান এর একটি স্থানীয় কমিউন কুত দা’আরমর মেরী থেকে বের হয়ে জন সংযোগ কালে ১৯ বছর বয়সী এক যুবক হঠাৎ সাবেক মন্ত্রী ও বাম দলের প্রাথমিক প্রেসিডেন্ট প্রার্থীর গালে চড় মেরে বসেন। ঘটনার পরপরই ভালের ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিতরা ঐ যুবককে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে ঐ যুবক বলেছে, “আমি নাগরিকদের প্রতি ম্যানুয়াল ভালের আচরণ পছন্দ করি না।” অবশ্য ম্যানুয়াল ভালের উপর এটাই এই ধরণের প্রথম আক্রমণ নয়। এর আগে গত ডিসেম্বরে স্ট্রাসবুর্গের এক সফরে এক ব্যক্তি মাথায় ময়দার প্যাকেট নিক্ষেপ করেছিলেন। তখনও ম্যানুয়াল ভাল মানবিক ভাবে প্রতিক্রিয়া দিয়ে ছিলেন এবং কোন মামলা করেননি। ফলে ঐ ব্যক্তির শুধু ৭৫০ ইউরো জরিমানা হয়েছিল। এবারও যদি ম্যানুয়াল ভাল মামলা না করেন তাহলে ঐ যুবকের সর্বোচ্ছ ৭৫০ ইউরো জরিমানা হতে পারে বলে জুডিশিয়াল বিশেষজ্ঞরা বলছেন।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply