• ৬ বৈশাখ ,১৪৩১,20 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

কুমিল্লা নামেই বিভাগের দাবী জানিয়েছেন বৃহত্তর কুমিল্লা সমিতি-যুক্তরাষ্ট্র

| মার্চ 7, 2017 | 0 Comments

02192017_14_GREATER_COMILLAবিশ্বজুড়ে বাংলা,নিউইয়র্ক: কুমিল্লা নামেই বিভাগের দাবী জানিয়েছে “বৃহত্তর কুমিল্লা সমিতি, যুক্তরাষ্ট্র ইনক। ১৯ ফেব্রুয়ারি রবিবার জ্যাকসন হাইটসে স্থানীয় মিলনায়তনে এক আলোচনা সভায় নেতৃবৃন্দ এ দাবী জানান। সভায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মোহাম্মদ দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর এ সরকারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় নেতৃবৃন্দ কুমিল্লা নামেই বিভাগ করার দাবী জানিয়ে বলেন, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অন্যতম মহানগর কুমিল্লাকে বিভাগ করার দাবী কুমিল্লাবাসীর দীর্ঘ দিনের। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ১৭৯০ সালে প্রতিষ্ঠিত, গোমতী নদীর তীরে অবস্থিত প্রাচীন ও ঐহিত্যবাহী জেলার নাম কুমিল্লা। এ জেলায় জন্মেছেন মহীয়সী নারী নবাব ফয়জুনেচ্ছাসহ আরো অনেক ব্যক্তিত্ব, যাঁরা সবাই নিজ নিজ কর্মে কীর্তিমান। বৃহত্তর কুমিল¬াবাসীর প্রাণের দাবি ছিল কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হোক। কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও উপস্থাপিত অন্য একটি নতুন জেলার সমন্বয়ে কুমিল্লা বিভাগ গঠণ করা হলে এ বিভাগের আয়তন হবে ১৩,৩০২ বর্গ কিলোমিটার, যা আয়তনে বর্তমান সিলেট, বরিশাল ও রংপুর বিভাগের চেয়েও বড় হবে। কুমিল্লাকে বিভাগ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। কিন্তুু একটি ইউনিয়ন পরিষদ অর্থাৎ ময়নামতির নামে কেন? এ প্রশ্ন কুমিল্লাবাসী। তারা বলেন, কুমিল্লা নামেই বিভাগ করতে হবে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর শুভবুদ্ধির পরিচয় দিবেন বলে আমরা মনে করি। নেতৃবৃন্দ বলেন, যেসব কারণে কুমিল্লা নামে বিভাগ নামকরণের মর্যাদা পাওয়ার দাবী রাখে তা হলো সিটি কর্পোরেশন, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, পূর্ণাঙ্গ শিক্ষাবোর্ড, বিমানবন্দর, স্টেডিয়াম, ক্যাডেট কলেজসহ অনেক স্থাপনা রয়েছে। সুতারাং এ সকল কারণে কুমিল্লা নামেই বিভাগ করা বর্তমান সময়ের দাবী।

 

Category: Scroll_Head_Line, বিশ্বজুড়ে বাংলা

About the Author ()

Leave a Reply