• ১২ বৈশাখ ,১৪৩১,25 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সে সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশী আহত,কমিউনিটিতে ক্ষোভ

| মার্চ 10, 2017 | 0 Comments

FB_IMG_1489163013269ইউরোবিডি কমিউনিটি সংবাদ:এনায়েত হোসেন সোহেল-

ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে গার শাখসেলে সন্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক বাংলাদেশী যুবক আহত হয়েছেন।তার নাম রুহুল আমিন (২৭)।সে সুনামগঞ্জের ছাতক উপজেলার কুমারকান্দি গ্রামের মাষ্টার আফরুজ মিয়ার পুত্র। তিনি বর্তমানে শাখসেলের ৩ নং বিল্ডিংয়ের ১ম তলায় বসবাস করে আসছিলেন।বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তার বাসার নিচে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত রুহুল আমিনকে জরুরি ভিত্তিতে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিনি গণেশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেছে। এ ঘটনায় বাংলাদেশী কমিউনিটিতে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। আহত রুহুল আমিনের বড় ভাই সেবুল আহমদ জানান,পাঁচ মাস ধরে ফ্রান্সে বসবাসরত রুহুল আমিন বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জরুরি কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি।বাসার নিচে আসতেই আগে থেকে উৎপেতে থাকা ৪ জন সন্ত্রাসী (২ জন নিগ্রো ২ জন আরবি) রুহুল আমিনের পথরোধ করে মারধর করে। এ সময় তিনি বাঁধা দিতে চাইলে সন্ত্রাসীরা তার উপর এলোপাতাড়ি গুলি চালায়।সন্ত্রাসীদের ছোঁড়া ৫টি গুলি তার শরীরের নাকে,মাথায়,চোখে ,পিঠে ও পায়ে বিদ্ধ হয়। এ সময় সন্ত্রাসীরা তার কাছে রক্ষিত ৩ শত ইউরো ও একটি মোবাইল সেট নিয়ে সটকে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় ও পুলিশের সহযোগিতায় রুহুল আমিনকে উদ্ধার পরবর্তী হাসপাতালে প্রেরণ করা হয়। আহত রুহুল আমিন ৭ ভাই ও চার বোনের মধ্যে তিনি চতুর্থ। মাত্র পাঁচ মাস হলো তিনি ফ্রান্সে এসেছেন। বর্তমানে তিনি গণেশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয়দের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে। এ ঘটনায় শাখসেলে বসবাসরত প্রায় ৫ হাজার পরবাসী বাংলাদেশীসহ পুরো বাংলাদেশী কমিউনিটিতে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। সম্প্রতি একই এলাকায় বিভিন্নভাবে সন্ত্রাসীদের হাতে অন্তত আরো ৫/৬ জন আহত হওয়ার ঘটনা ঘটে। এ দিকে প্রবাসী বাংলাদেশিদের এ সকল সমস্যা দূরীকরণে বাংলাদেশ দূতাবাস ফ্রান্স বা ফ্রান্সে শতাধিক বাংলাদেশী বিভিন্ন নন্দিত ও নিন্দিত সংগঠন এগিয়ে না আসাতে সাধারণ প্রবাসীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

Category: Community France, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply