• ৬ বৈশাখ ,১৪৩১,19 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

“মুক্তিযোদ্ধাদের অপমান করার সাহস পেলেন কোথায়”- প্রকাশিত খবর সম্পর্কে ফ্রান্স দূতাবাসের বক্তব্য

| মার্চ 29, 2017 | 0 Comments

03242017_01_MUKTIJUDDHA_SHAIKDER-300x273 ইউরোবিডি কমিউনিটি সংবাদ: ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসে মুক্তিযোদ্ধাদের অপমান করার সাহস রাষ্ট্রদূত পেলেন কোথায়- সাংবাদিক সম্মেলনে মুক্তিযোদ্ধা নূর শিকদার”– প্রকাশিত খবরটি দূতাবাসের নজরে এসেছে । এ সম্পর্কে দূতাবাসের বক্তব্য নিম্নরূপ – দূতাবাসের সকল কর্মকর্তা – কর্মচারী জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদেরকে সকল ক্ষেত্রে যথোপযুক্ত সম্মান প্রদর্শন করেন । বর্তমান রাষ্ট্রদূতের সময়কালে দূতাবাসের সকল অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের জন্য সামনের সারিতে আসন সংরক্ষণের রীতি চালু করা হয়েছে এবং তা অব্যাহত আছে । দূতাবাস বাংলাদেশী কমিউনিটির সদস্যদেরকে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসনে না বসার জন্য বারংবার অনুরোধ জানিয়ে আসছে hookuphangout.com । দুঃখের বিষয় যে কমিউনিটির কিছু সদস্য মুক্তিযোদ্ধাদের আসন দখল করে নেন । তাদেরকে আবারও এ ধরণের কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানানো যাচ্ছে । গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত দূতাবাসের অনুষ্ঠানে জনাব মিন্টু চৌধুরী নামক কমিউনিটির একজন সদস্য মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসনে বসে ছিলেন । রাষ্ট্রদূত স্বয়ং তাকে আসনটি ছেড়ে দেয়ার অনুরোধ করলে উক্ত ব্যক্তি ক্রোধান্বিত হয়ে বিভিন্ন বিরূপ মন্তব্য করতে থাকলে উপস্থিত মুক্তিযোদ্ধা সহ অন্যান্য ব্যক্তিবর্গ জনাব মিন্টুকে অনুষ্ঠান থেকে বেরিয়ে যেতে বলেন। এক পর্যায়ে তাকে অনুষ্ঠান থেকে বের করে দেয়া হয় । অনুষ্ঠানের পরিচালক রাষ্ট্রদূতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ঘটনাটির নিন্দা জানান এবং উপস্থিত মুক্তিযোদ্ধাদেরকে নির্ধারিত আসনে বসার জন্য ব্যবস্থা করা হয়। মুক্তিযোদ্ধা সর্ব জনাব বেনজীর আহমেদ সেলিম, জনাব জামিরুল ইসলাম মিয়া, জনাব আব্দুল মতিন, জনাব ফরহাদ হুসাইন প্রমুখ শেষ পর্যন্ত অনুস্থানে উপস্থিত ছিলেন । মুক্তিযোদ্ধা জনাব নূর শিকদার অনুষ্ঠান শুরুর বেশ আগেই অজানা কারণে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন ।

প্রেরক:

 

মোহাম্মদ হযরত আলী খান কাউন্সেলর ও হেড অব চ্যান্সেরী বাংলাদেশ দূতাবাস, পারিস ।

Category: Community France, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply