• ৬ বৈশাখ ,১৪৩১,19 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

পোপ ফ্রান্সিসের সতর্কতা – পরমাণু যুদ্ধের কাছাকাছি বিশ্ব

| ফেব্রুয়ারী 17, 2018 | 0 Comments

55bcf1da70aa4260c8413c37308b8415-5a5e469c91e30আন্তর্জাতিক: পরমাণু শক্তিধর যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বিশ্বে সম্ভাব্য পরমাণু যুদ্ধের ভয়াবহতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। উড়োজাহাজে করে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে যাওয়ার সময় গত সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি, আমরা খুব কাছে আছি (পরমাণু যুদ্ধের)। আমি এটা নিয়ে খুবই চিন্তিত। সবকিছু ধ্বংসের জন্য একটি দুর্ঘটনাই যথেষ্ট।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে পরমাণু ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া সতর্কতা জারি করা হয়, যা বিশ্বে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরমাণু অস্ত্রের বিরুদ্ধে সোচ্চার পোপ গত নভেম্বরে ক্যাথলিক চার্চের essaysweb-based.com শিক্ষায় পরমাণু অস্ত্রের বিরুদ্ধে শক্ত অবস্থানের বিষয়টি তুলেন ধরেন। ওই সময় তিনি বলেছিলেন, প্রতিরোধ ব্যবস্থার জন্য প্রয়োজন হলেও কোনো দেশকে পরমাণু অস্ত্রের মজুত রাখা উচিত নয়।

পরমাণু অস্ত্রের ভয়াবহতার চিত্র বোঝাতে পোপ ফ্রান্সিস তাঁর উড়োজাহাজে থাকা সাংবাদিকদের মাঝে একটি ছবি বিতরণ করেন। ছবিতে ১৯৪৫ সালে জাপানের নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পরমাণু হামলায় মারা যাওয়া ভাইয়ের মৃতদেহ এক কিশোর কাঁধে বহন করে নিয়ে যাচ্ছে। পোপ ফ্রান্সিস সেই ছবির ক্যাপশন দেন, এটা ‘যুদ্ধের ফল’। এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আবারও এটি প্রিন্ট করে বিশ্ববাসীর মাঝে বিতরণ করতে চাই। কারণ, একটি ছবি হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। যে কারণে আমি এটি সবার সঙ্গে শেয়ার করতে চাই।’

Category: শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply