• ৬ বৈশাখ ,১৪৩১,20 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

হীরে চোরাচালানকারী সন্দেহে দুই সুইস সন্দেহভাজন ব্যাক্তি আটক

| মে 12, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ শুক্রবার একটি সুইস আদালত, একজন আইনজীবী ও একজন ব্যবসায়ীকে  ক্রমাগত আটক রাখার আদেশ দেন এবং ফেব্রুয়ারি মাসে ব্রাসেলস বিমানবন্দরে একটি দর্শনীয় ৫০ মিলিয়ন ডলারের হীরে চোরাচালানের সাথে সংযোগ থাকার সন্দেহে তাদের এই সপ্তাহে আটক করা হয়।

সুইস সংবাদ সংস্থা জানায়, জেনেভা কোর্ট অভিযুক্ত আইনজীবিকে অতিরিক্ত এক সপ্তাহ ও ব্যবসায়ীকে অতিরিক্ত এক মাসের জন্য আটক করার নির্দেশ দিয়েছে।

অভিশংসক মার্কো রসিয়ে,  জেনেভা আদালতের কাছে নাম না জানা সন্দেহভাজন ঐ দুই ব্যাক্তির যথাক্রমে আরও তিন মাস এবং এক মাসের জন্য আটকাদেশ প্রার্থনা করেন।

এই দুজন বেলজিয়াম, সুইজারল্যান্ড ও ফ্রান্সে আটক করা ৩৩ জনের মধ্যে দুজন যারা ব্রাসেলস এয়ারপোর্টে ১৮ ফেব্রুয়ারী একটি অভিযানে ১২০ বাক্স হীরে সমেত ধরা পড়ে।

তারা জেনেভা বেসমেন্টের সাথে যুক্ত যেখানে থেকে  পুলিশ প্রচুর হীরে এবং ১০০,০০০ সুইস ফ্রাংক (৮০,০০০ ইউরো,  ১০৫,০০০ মার্কিন ডলার) নগদ উদ্ধার করে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Belgium, প্রচ্ছদ, বেলজিয়াম, বেলজিয়াম, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply