• ১৪ চৈত্র ,১৪৩০,28 Mar ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

স্পেন ও জার্মানি যুব কর্মসংস্থানের জন্য চুক্তিবদ্ধ

| মে 22, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ স্পেনের মন্ত্রীগণ জানান, জার্মানি তাদের এই সংকটময় মুহূর্তে পাশে দাঁড়াতে স্প্যানিশ তরুণদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ ও কাজ প্রদান করতে মঙ্গলবার স্পেনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে।

স্পেনের কর্মসংস্থান মন্ত্রী, ফাতিমা বানেজ তার জার্মান সহযোগী Ursula Von Der Leyen- এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করার পর বলেন, “প্রতি বছর প্রায় ৫,০০০ স্প্যানিশ তরুণ বৃত্তিমূলক সুযোগ পাবে, এমনকি জার্মানিতে স্থিতিশীল এবং দক্ষ কাজ লাভ করতে সক্ষম হবে।”

চুক্তিটি হল,  “আগামী বছরগুলোতে দক্ষ কাজের প্রশিক্ষণ করতে চান এমন অল্পবয়সী ছেলেমেয়েদের, জার্মানির সব পাবলিক প্রশাসনের পক্ষ হতে সংকল্পিত এবং আন্তরিক সমর্থন দেয়া হবে।”

স্পেনের চলতি দিগুণ মন্দার কারণে লাখ লাখ মানুষ বেকারত্বের অন্ধকারে নিক্ষিপ্ত হয়েছে।

von Der Leyen জানান, “জার্মানির দক্ষ শ্রমিকের অভাব আছে।”

মাদ্রিদের একটি যুব কর্মসংস্থান সম্মেলনে তিনি বলেন, “ জার্মানিতে যোগ্যতাসম্পন্ন কর্মীর অভাব রয়েছে। আমাদের হাতে প্রায় এক মিলিয়ন কাজ রয়েছে যা তারাই পূরণ করতে পারেন যারা নিদারুনভাবে কাজ খুঁজছেন।”

ফাতিমা বানেজ বলেন, “ইউরোপের অল্পবয়সীদের জন্য এটি একটি বড় পদক্ষেপ।”

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - German, ইউরো-সংবাদ - Spain, জার্মান, জার্মান, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ, স্পেইন, স্পেইন

About the Author ()

Leave a Reply