• ৬ বৈশাখ ,১৪৩১,20 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

প্যারিসে হাজারো মানুষের সমকামী বিবাহ প্রতিবাদে সহিংসতা!

| মে 27, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ অন্তত ১৫০,০০০ বিক্ষোভকারীগণ সমকামী বিবাহের নতুন আইনের প্রতিবাদে প্যারিসে রাস্তায় অবস্থান নেয়। এটি একটি শান্তিপূর্ণ সমাবেশ ছিল যা পরে ডানপন্থীদের সাথে পুলিশের দাঙ্গায় তা সহিংস লড়াইয়ে পরিণত হয়।

এ ঘটনায়, চারজন পুলিশ অফিসার, একজন আলোকচিত্রী এবং একজন বিক্ষোভকারী আহত হন এবং রবিবারের এ বিক্ষোভে পুলিশ ২৯৩ জনকে গ্রেফতার করে।

স্বরাষ্ট্রমন্ত্রী Manuel Valls, একটি বিবৃতিতে এ সহিংসতার জন্য চরম ডানপন্থীদের দায়ী করেন।

তিনি আরও বলেন, “এই ঘটনার জন্য মুলত কিছু ব্যক্তি দায়ী, যারা সহিংসভাবে পুলিশের ওপর হামলা করে।”

রোববার দক্ষিণ ফ্রান্সে কান চলচ্চিত্র উত্সবে, জুরি বোর্ড ফরাসি- তিউনিসিয়ান পরিচালক Abdellatif Kechiche -এর ” Blue is the Warmest Colour “নামক যৌন গ্রাফিক লেসবিয়ান প্রেম কাহিনীকে শীর্ষ পুরস্কার প্রদান করায় সমকামী বিবাহ বিরোধীরা আরও উত্তেজিত হন।

রোববার প্রধান বিক্ষোভে তিনটি পৃথক মিছিল যোগ হয়। সমকামী বিবাহ বিরোধীরা আন্দোলনের স্মারক হিসেবে গোলাপী এবং নীল পতাকা উত্তোলন করেন।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply