• ১৪ চৈত্র ,১৪৩০,28 Mar ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বেলজিয়ামের সম্ভাব্য জরিমানা থেকে মুক্তি!

| মে 27, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ শনিবারের একটি সংবাদ সম্মেলনে জানান হয়, বাজেট ঘাটতি লক্ষ পূরণে ব্যর্থ হওয়ায় বেলজিয়ামকে ইউরোপীয় কমিশনের কাছে কঠোর জবাবদিহিতা করতে হতে পারে তবে ইউরোপীয় কমিশন বেলজিয়ামকে এ জন্য কোন জরিমানা করছে না।

বাণিজ্যিক একটি পত্রিকা তার সংবাদে জানায়, “বেলজিয়াম স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে”।

এখন ইউরোপীয় কমিশনের একমাত্র লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক ও বাজেট লক্ষ্যমাত্রার দিক থেকে ইউরোপীয় দেশগুলোকে সামঞ্জস্যপূর্ণ রাখা।

পত্রিকাটি আরও যোগ করে, “বেলজিয়াম ইউরোপীয় জরিমানা থেকে অব্যাহতি পাবে”।

ইউরোপীয়ান কমিশনের নির্বাহীগণ চাচ্ছেন ২০১৩ ও ২০১৪ সালে বেলজিয়ান জিডিপির যথাক্রমে ১ ও ০.৬ শতাংশ কর্তন হোক।

পত্রিকাটি আরও জানায়, “কমিশনটি বেলজিয়ামকে অন্যান্য দেশের চেয়ে বেশি আধিক্য না দেয়ার ব্যাপারে যথেষ্ট সচেতন।”

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Belgium, প্রচ্ছদ, বেলজিয়াম, বেলজিয়াম, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply