• ৫ বৈশাখ ,১৪৩১,18 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

১০ বছরের জেল হতে পারে আশরাফুলের!

| জুন 7, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ খ্যাতির শীর্ষে থাকা জনপ্রিয় ক্রিকেট তারকা আশরাফুল ম্যাচ ফিক্সিং এর অভিযোগ স্বীকার করেছেন। এক সময়কার জনপ্রিয় ক্রিকেট তারকা আশরাফুলের সামনে গভীর  অন্ধকারের দিন অপেক্ষা করছে এমনই ইঙ্গিত দিলেন সুপ্রীমকোর্টের আইনজীবি ব্যারিস্টার হাসান আজিম। তিনি জানান, ম্যাচ ফিক্সিংয়ের  অভিযোগ প্রমাণিত হলে ফৌজদারি আইনে আশরাফুলের ৭ থেকে ১০ বছরের জেল হতে পারে। দেশের একটি টেলিভিশন সাক্ষাৎকারে ব্যারিস্টার হাসান  এমনি ইঙ্গিত দিয়েছেন।

এছাড়াও আয় বহির্ভূত সম্পত্তি থাকলে তদন্ত করতে পারে দুদক। বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অপরাধ নিজের মুখে স্বীকার করে নেয়ায় আশরাফুলকে পাঁচ বছর থেকে আজীবন নিষিদ্ধ করতে পারে বিসিবি। এমনকি বাংলাদেশের প্রচলিত ফৌজদারি আইনেও প্রতারণার অভিযোগে বিভিন্ন মেয়াদে জেল হতে পারে আশরাফুলের। এই ঘটনায় তদন্ত করতে পারে দুদকও। তবে ক্রিকেটাররা যেহেতু বয়সে নবীন। তাদের অসহায় অবস্থার সুযোগ নিয়ে যদি কেউ চাপে ফেলে এই অপরাধ  ঘটায়, প্রচলিত আইনে সমান শাস্তি পাবে তারাও।

ক্রিকেটাররা এদেশের গর্ব। তাই কারা আসলে দোষী তাদের সাব্যস্ত করতে পুর্ণাঙ্গ তদন্ত করতে হবে বিসিবিকে।

Category: 1stpage, Scroll_Head_Line, খেলাধুলা, দেশের খবর, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply