• ১০ বৈশাখ ,১৪৩১,23 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

“”বেলজিয়াম বিএনপির বিজয় উৎসব””

| জুন 25, 2013 | 0 Comments
আলম হোসেন, বেলজিয়াম:বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেলজিয়াম
শাখা চার সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী জয়লাভ করায় বেলজিয়ামের রাজধানী
ব্রাসেলসে ২৩ জুন বিকাল তিনটায় বর্নাট্যে আয়োজন আর অনাড়ম্ব পুর্ন অনুষ্টানের মাধ্যমে
উদযাপন করা হয় বিজয় উৎসব। নবনির্বাচিত চার সিটি মেয়র টেলিকনফারেন্সে বক্তব্যর মাধ্যমে
সমাবেশ শুরু হয় । বেলজিয়াম বিএনপির সভাপতি সানোয়ার আলী ছিদ্দিকের সভাপতিত্বে ও
সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন বাবু ও সানুর আলীর যৌথ পরিচালনায় সভা অনুষ্টিত হয় ।
প্রথমে বক্তব্য রাখেন দেশ নেএী বেগম খালেদা জিয়ার উপদষ্টা সাবেক বানিজ্য মন্ত্রী আমির
খসরু। তিনি তার বক্তব্য বলেন, এই সরকার দিশেহারা হয়ে বিরুধী দলের নেতাদের একের পর এক
মিথ্যা মামলা দিয়ে আগামী নির্বাচন থেকে দুরে রাখতে চায়। বাংলার ১৬ কোটি তাদের সে আশা
কোন দিন পুরন হবে না। সিলেটর সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বক্তব্য বলেন: সরকারের
অপশাষনের বিরুদ্ধে জনতার বিজয়ের বহমান ধারাকে অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে তিনি
বলেন এ বিজয় কোন ব্যক্তির নয় দেশ বাসীর প্রত্যাশা পুরনের বিজয় ।আগামী জাতীয় নির্বাচন
তত্বাবধায়ক সরকারের অধিনে অনুষ্টানের দাবিতে বেলজিয়াম বিএনপি সহ প্রবাসীদের কঠোর
আন্দোলন গড়ে তোলার আহবান জানান । খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি: এই নিবর্াচন
প্রমান করেছে বর্তমান সরকার কে জনগন আর চায় না । আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ
তত্বাবধায়ক সরকারের অধিনে হলে জনগন বিএনপির পক্ষে রায় দিবে । দীঘর্ দিনের মানুষের
সরকারের প্রতি যে ক্ষোভ ছিল তার বহি:প্রকাশ হয়েছে সিটি নির্বাচনে । বরিশাল সিটি মেয়র
আহসান হাবিব কামাল : সিটি নির্বাচনে প্রমান হয়েছে আগামী জাতীয় নির্বাচন নির্দলীয়
তত্বাবধায়ক সরকারের অধিনে হলে জনগন বিএনপি কে ক্ষমতায় বসাবে । বর্তমান সরকার যে জনগনের
ভোটের অধিকার হারিয়েছে তা স্পষ্ট বোঝা গেছে এই নির্বাচন থেকে । রাজশাহী সিটি মেয়র
মোসাদ্দেক হোসেন বুলবুল : দেশ নেএী বেগম খালেদা জিয়ার নেতুত্বে আগামীতে তত্বাবধায়ক
সরকারের অধিনে নির্বাচন হলে জনগন বিএনপিকে ক্ষমতায় বসাবে  আওয়ামিলীগ সরকারের
প্রতিজনগনের আস্তানাই সিটি নির্বাচনে লাল কার্ড দেখিয়ে বুঝিয়ে দিছে । সভায় আরও বক্তব্য
রাখেন  বেলজিয়াম বিএনপির সহসভাপতি খলিল ইব্রাহিম, মনোয়ার হোসেন মুন্না, আলী জাহাঙ্গীর,
সাজা মিয়া, আবাদ করিম, আব্দুল মতিন, তছু মিয়া, আমির আলী, দপ্তর সম্পাদক আলম হোসেন মহসিন,
ফিরুজ আলী, জাহাঙ্গীর হারুন।

Category: Community Belgium, Community news 1st page, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply