• ৬ বৈশাখ ,১৪৩১,20 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্স ১৯৫৮ সালের পর এবারই প্রথম সরকার খরচ হ্রাস করবে – প্রধানমন্ত্রী অ্যারল্ট

| জুন 26, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ মঙ্গলবার প্রধানমন্ত্রী জাঁ মার্ক অ্যারল্ট ঘোষণা করেন, ১৯৫৮ সালের পর আবারও প্রথমবারের মত ফরাসি সরকারের ব্যয় কমানো হবে যা আগামী বছর হতে কার্যকর হবে।

ইতিমধ্যে ঘোষণাকৃত ট্যাক্স বৃদ্ধির পদক্ষেপকে উৎসাহিত করবার জন্য এ পদক্ষেপটি নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জাঁ মার্ক অ্যারল্ট বলেন, “১৯৫৮ সাল থেকে প্রতি বছর …. রাষ্ট্রের খরচ বৃদ্ধি পেয়েছে।”

অধিকাংশ মন্ত্রণালয়কে একটি খরচের পরিমাণ উল্লেখ করা হয়েছে যাতে ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে কেন্দ্রীয় সরকারের ব্যয়ের পরিমাণ প্রায় ১.৫ বিলিয়ন ইউরো কাটা হবে।

২০১৩ সালে পরিকল্পিত কেন্দ্রীয় সরকারের ৩৯৫ বিলিয়ন ইউরো খরচের প্রায় ০.৪ শতাংশ কাটা পড়বে।

এ পর্যন্ত ফরাসি বাজেট কাটার প্রচেষ্টা প্রচন্ডভাবে ট্যাক্সবৃদ্ধির ওপর প্রভাব ফেলেছে। তাই, দেশের অস্থিতিশীল খরচের মাত্রা কমাতে কাঠামোগত সংস্কার শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বছর ফ্রান্সকে তার ঘাটতি কমিয়ে আনতে হবে ৩.৯ শতাংশে, এরপর ২০১৪ সালে ৩.৬ শতাংশে এবং ২০১৫ সালে ২.৮ শতাংশে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply