• ৬ বৈশাখ ,১৪৩১,20 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সারকোজি কি আবার ফিরছেন রাজনৈতিক মঞ্চে ?

| জুলাই 9, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি সোমবার তার UMP পার্টির একটি মিটিংয়ে অংশগ্রহণ করেন। ২০১২ সালের পর গত সোমবারে তাকে আবার রাজনৈতিকভাবে দেখা যায়। অনেকে মনে করছেন, তার পার্টির মিটিংয়ে উপস্থিতি ছিল ২০১৭ সালের নির্বাচনের দিকে তার প্রথম পদক্ষেপ।

প্রায় বছরখানেক আগে, নিকলাস সারকজি চিরতরে রাজনীতি ছেড়ে দেবেন এমন ঘোষণা দেবার পর আবার তিনি স্পটলাইটে ফিরে এসেছেন।

সোমবার UMP- এর মিটিংয়ে এই  সাবেক রাষ্ট্রপতিকে একজন তারকার মত স্বাগত জানানো হয়। হতে পারে, ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতার দিকে এটি তার প্রথম পদক্ষেপ।

২০১২ সালের মে মাসে তার শুধুমাত্র একটি টার্মের পরপরই ফ্রসোয়া ওলাদের কাছে তার রাষ্ট্রপতিত্ব হারানোর পর গত সোমবারই ৫৮ বছর বয়সী এই রাজনৈতিক ব্যাক্তিত্বকে আবার দেখা যায়। ২০০৭ সালে তার প্রেসিডেন্ট নির্বাচিত হবার এতদিন পর আবার সোমবার তাকে তার পার্টির মিটিংয়ে অংশগ্রহণ করতে দেখা যায়।  UMP- এর প্রায় ৮০০ রাজনৈতিক ব্যাক্তিত্ব এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply