• ৬ বৈশাখ ,১৪৩১,19 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সিরিয়ায় অপহৃত হওয়া দুই ফরাসি সাংবাদিক জীবিত: প্রতিরক্ষা মন্ত্রী

| জুলাই 15, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী সিরিয়ায় জুন মাসে অপহৃত ​​দুই ফরাসি সাংবাদিক জীবিত আছেন বলে জানালেন তিনি।

ইউরোপ ওয়ান রেডিও স্টেশনের প্রতিনিধি Didier François এবং ফ্রিল্যান্স ফটোগ্রাফার Edouard Elias জুন মাসের প্রথম দিকে সিরিয়ার এলেপ্পতে সশস্ত্র বাহিনীর দ্বারা অপহৃত হন।

রোববার ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী, Jean-Yves Le Drian জানান, অপহৃত সাংবাদিক দুজন এখনও জীবিত এবং তিনি আরও বলেন,  “ তাদের মুক্তির জন্য দেয়া শর্তগুলো যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়নের যথা সম্ভব চেষ্টা চলছে।”

তিনি বলেন, “আমি অন্যান্য ফরাসি বন্দীদের কথাও চিন্তা করছি কিন্তু সবার স্বার্থে, বিশেষ করে এই দুজনের [সিরিয়া সাংবাদিক] কথা, এ ব্যাপারে আমি আর কিছু বলতে পারছি না।”

গত সপ্তাহে, সাংবাদিক ও সমর্থকদের একটি দল দুই সাংবাদিকদ্বয়ের মুক্তির জন্য একটি পাবলিক ক্যাম্পেইনের আহ্বান জানায়।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply