• ১২ বৈশাখ ,১৪৩১,25 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

মারাত্মক রেল দুর্ঘটনার পর রেল বিনিয়োগের প্রতিশ্রুতি দিলেন ওলাদ

| জুলাই 15, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ  শুক্রবার একটি মারাত্মক রেললাইন বিচ্যুত হবার দুর্ঘটনার পর ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদ, ফ্রান্সের আঞ্চলিক রেল নেটওয়ার্কের ওপর আরও বিনিয়োগের অঙ্গীকার করেছেন। তদন্ত শুরুতেই এখন  প্রশ্ন উঠেছে, রেল অবকাঠামোর ওপর বিনিয়োগ মাত্রা সম্পর্কে।

বাস্তিল ডে- এর উদযাপন উপলক্ষে প্যারিসের কেন্দ্রে প্রচারিত একটি ঐতিহ্যগত সাক্ষাত্কারে ওলাদ বলেন, “এ দুর্ঘটনায় নেটওয়ার্ক সরঞ্জামের ব্যর্থতা প্রাধান্য পেয়েছে।”

তিনি আরও বলেন, “ আমাদের এখন ক্লাসিক লাইনগুলোর ওপর বিনিয়োগকে অগ্রাধিকার দিতে হবে,  বিশেষ করে, আন্তঃনগর নেটওয়ার্কের ওপর এবং বিদ্যমান ক্লাসিক লাইনগুলো ঠিকঠাক রাখার জন্য আরও অনেক কাজ করতে হবে।”

এ রেল দুর্ঘটনার পর থেকে ১৬ জন এখনো হাসপাতালে আছেন। রেল অপারেটর SNCF জানিয়েছে, রেল লাইনের ফিসপ্লেট শিথিল হয়ে যাওয়া কিংবা বিচ্ছিন্ন হওয়া এবং সুইচ ট্র্যাক ব্লক হওয়া থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

বর্তমানে, একটি ৭০০ টন ক্রেন, রেল স্টেশন থেকে ধ্বংসাবশেষ অপসারণ শুরু করেছে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply