• ১১ বৈশাখ ,১৪৩১,25 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ইসলাম বিরোধী টুইট লিখে সমালোচনার ঝড় তুলেছেন Inna Shevchenko!

| জুলাই 19, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ অর্ধনগ্ন নারীবাদী দল “ফেমেন” এর প্রধান Inna Shevchenko তার টুইটার অ্যাকাউন্টে রমজান মাস ও ইসলাম বিরোধী টুইট লিখে একটি সমালোচনার ঝড় তুলেছেন।

“ফেমেন” – এর দলনেতা Inna Shevchenko- মঙ্গলবার তার টুইটার অ্যাকাউন্টে এমন একটি ইসলামবিরোধী মন্তব্য লিখে অনলাইন বিতর্কের সূত্রপাত করেছেন।

৯ জুলাই প্রকাশিত এ টুইটে লেখা হয়, “What can be more stupid than Ramadan? What can be more uglier then this religion?” অর্থাৎ, ( রমজানের রোজার চেয়ে বোকামি আর কি হতে পারে? এই ধর্মের চেয়ে বিশ্রী আর কি হতে পারে?”)। Inna Shevchenko- এর এই ইসলামবিরোধী টুইটটি মুছে ফেলা হয়েছে।

তিনি আরও বলেন, তার টুইটটি ছিল আমিনার সাথে একাগ্রতা প্রকাশের জন্য যে একজন তিউনিসিয়ান নারীবাদী এবং মে মাসে যাকে গ্রেফতার করা হয়। তাকে এখন জেলখানায় জোর করে রমজানের রোজা পালন করানো হচ্ছে যদিও তিনি একজন নাস্তিক।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply