• ১৫ চৈত্র ,১৪৩০,29 Mar ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ব্রিটেনের রাজশিশুর নাম রাখা হল জর্জ আলেকজান্ডার লুইস

| জুলাই 25, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ বুধবার রাজকর্মকর্তাগণ জানান, ব্রিটেনের সদ্য নবজাত রাজপুত্রের নাম রাখা হয়েছে জর্জ আলেকজান্ডার লুইস। এই রাজপুত্র সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী হিসেবে মহামান্য প্রিন্স জর্জ অব কেমব্রিজ হিসেবে পরিচিতি লাভ করবে।

বহু নাম বাছাই এর মধ্য দিয়ে প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী এর প্রথম সন্তানের এই নামকরণ সম্পন্ন হয় এবং ভবিষ্যতের ভাবি রাজার নাম জর্জ আলেকজান্ডার লুইস বলে ঘোষণা করা হয়।

KENSINGTON প্রাসাদ থেকে জানানো হয়, রাজ পরিবার থেকে অত্যন্ত আনন্দের সাথে তাদের সন্তানের নাম ঘোষণা করা হচ্ছে। ২ দিন বয়সী এই শিশুটি ভবিষ্যতে সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী হবে এবং সে পরিচিত হবে, “মহামান্য প্রিন্স জর্জ অব কেমব্রিজ” হিসেবে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ -UK, প্রচ্ছদ, যুক্তরাজ্য, যুক্তরাজ্য, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply