• ১০ বৈশাখ ,১৪৩১,24 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

মোটা শরীরের মায়ের সন্তানদের হার্টের অসুখের ঝুঁকি বেশি!!!

| আগস্ট 15, 2013 | 0 Comments

ইউরোবিডি হেলথ ইস্যুঃ শরীরের অতিরিক্ত ওজন যে শুধু নিজ দেহের বিপর্যয় ঘটাতে পারে তাই নয়। এ কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে অনাগত সন্তানের।  স্থূলকায় বা অতিরিক্ত ওজনের মায়েদের সন্তানদের হার্টের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। নতুন এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। স্কটল্যান্ডে পরিচালিত এ গবেষণায় দেখা গেছে, যে মায়েরা অন্তঃসত্ত্বা থাকার সময় স্থূলকায় ছিলেন, তাদের সন্তানরা ৫৫ বছর বয়সে পা দেয়ার আগেই মৃত্যুর সমূহ ঝুঁকির মধ্যে পড়ে যান।  হার্টের গুরুতর কোন সমস্যায় আক্রান্ত হয়ে মৃত্যুর ক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় ৩৫ শতাংশ বেশি ঝুঁকিতে রয়েছেন তারা। তবে বংশগত কারণে, মাতৃগর্ভে থাকার সময় বা পরবর্তী লাইফস্টাইল বা জীবনধারণ প্রক্রিয়ার সঙ্গে এ ঝুঁকির কতোটা সম্পর্ক, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। বৃটিশ মেডিকেল জার্নালে এ গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।

ওই গবেষণায় আরও দেখা গেছে, স্থূলকায় মায়েদের গর্ভে জন্ম নেয়া সন্তানরা ৪২ শতাংশ বেশি হার্ট অ্যাটাক, স্ট্রোকে বা অন্য কোন মারাত্মক হার্টের অসুখে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এডিনবার্গ ইউনিভার্সিটির গবেষক দলটির প্রধান অধ্যাপিকা রেবেকা রেইনল্ডস গর্ভবতী মায়েদের জন্য কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলছেন, অন্তঃসত্ত্বা মায়েদের অবশ্যই সুস্বাস্থ্য বজায় রাখা, সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা ও সক্রিয় থাকা উচিত। তবে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া-দাওয়া ও কাজ করতে হবে গর্ভবতী মাকে। ভারি কোন কাজ থেকে বিরত থাকতে হবে।

Category: 1stpage, Scroll_Head_Line, প্রচ্ছদ, হেল্থ ইস্যুজ

About the Author ()

Leave a Reply