• ৭ বৈশাখ ,১৪৩১,20 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

যুক্তরাষ্ট্রের হামলা থামানোর জন্য জাতিসংঘকে আহ্বান জানালো সিরিয়ান দূত

| সেপ্টেম্বর 3, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ সিরিয়ার বিরুদ্ধে যে কোন আগ্রাসী হামলা বন্ধ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে মহাসচিব বান কি মুনের কাছে চিঠি দিয়েছেন জাতিসংঘে নিয়োজিত সিরিয়ার দূত বাশার জাফরি। ওই চিঠিতে তিনি সিরিয়া সঙ্কট রাজনৈতিক উপায়ে সমাধানের আহ্বান জানিয়েছেন। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছেন এক্ষেত্রে তাদের ভূমিকা রাখতে। বলেছেন, জাতিসংঘের উচিত শান্তির জন্য তাদের ভূমিকা রাখা।

ওদিকে মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আরব লীগের বৈঠক থেকে সিরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সমপ্রদায়ের প্রতি অনুমোদন দেয়া হয়েছে। সিরিয়ায় বেসামরিক জনগণের ওপর রাসায়নিক অস্ত্র হামলাকে জঘন্য অপরাধ বলে অভিহিত করেছে আরব লীগ। এর মধ্য দিয়ে পশ্চিমারা সিরিয়ায় হামলা চালানোর জন্য বিরাট একটি সমর্থন অর্জন করলো। রোববার বিকালে কায়রোতে আরব লীগের কূটনীতিকরা ওই বৈঠকে বসেন। এর আগের দিন হঠাৎ করেই সিরিয়া হামলার বিষয়ে মত পরিবর্তন করেন বারাক ওবামা। তিনি জানান, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদন নেয়া হবে।

পরদিনই আরব লীগ সিরিয়ায় হামলা চালানোর অনুমোদন দিলো আন্তর্জাতিক সমপ্রদায়কে। এছাড়া সিরিয়ায় হামলা চালানোর নৈতিক সমর্থন দিয়েছে অস্ট্রেলিয়া। তবে ইরান বরাবরের মতো সতর্কতা উচ্চারণ করেছে। বলেছে, সিরিয়ায় হামলা চালালে গোটা অঞ্চল পুড়ে ছারখার হয়ে যাবে। এছাড়া বহিঃশক্তি দ্বারা আক্রান্ত হলে তার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা সিরিয়ার আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বারাক ওবামা সিরিয়ায় হামলা বিলম্বিত করার পর আসাদ রোববার ইরানের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন। তিনি বলেন, সিরিয়ার বিরুদ্ধে মার্কিনিদের কোন হামলার হুমকি সিরিয়াকে তার মূল নীতি থেকে দূরে সরাতে পারবে না। সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ আরেক ধাপ এগিয়ে ‘ওবামা সিদ্ধান্তহীনতায় ভুগছেন’ বলে মন্তব্য করেন। ওদিকে, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছ থেকে সমর্থন পেতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন। অস্ট্রেলিয়া সমর্থন দিতে রাজি হলেও নিউজিল্যান্ড আরও তথ্য যাচাইয়ের পর এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে বলে উল্লেখ করেছে।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply