• ১১ বৈশাখ ,১৪৩১,24 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

প্রথমবারের মত পরিবর্তন হল ইয়াহু’র লোগো

| সেপ্টেম্বর 6, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ অনলাইন জায়ান্ট ইয়াহু তাদের প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো তাদের লোগোতে পরিবর্তন নিয়ে এসেছে। মারিসা মেয়ার ইয়াহু’র দায়িত্ব গ্রহণের পর থেকেই ইয়াহুকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছেন। নতুন নতুন প্রতিষ্ঠান কিনে নেওয়া ছাড়াও ইয়াহুতে নানা ধরনের পরিবর্তন নিয়ে এসেছেন তিনি। এরই ধারাবাহিকতায় গত এক মাস ধরে ইয়াহু’র ওয়েবসাইটগুলোতে প্রতিদিন একটি করে নতুন লোগো আপলোড করা হয়। এক মাসের এই প্রকল্প শেষে অবশেষে গত বুধবার মধ্যরাত থেকে ইয়াহু নতুন লোগোটি গ্রহণ করেছে। ইয়াহু’র চিফ মার্কেটিং অফিসার ক্যাথি স্যাভিট নতুন এই লোগো উন্মোচন করে জানিয়েছেন, ‘আমরা আমাদের নতুন এই লোগোটি সকলের কাছে পরিচিত করার জন্য মুখিয়ে রয়েছি। এখন থেকে ইয়াহু’র সব ওয়েবসাইটে নতুন এই লোগোটিই ব্যবহূত হবে।’ উল্লেখ্য, ১৯৯৪ সালে ইয়াহু প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো নতুন কোনো লোগো গ্রহণ করল। এর আগে তাদের লোগোতে রঙ পরিবর্তন হলেও ডিজাইনের পরিবর্তন এই প্রথম।

Category: 1stpage, Scroll_Head_Line, তথ্যপ্রযুক্তি, প্রচ্ছদ

About the Author ()

Leave a Reply