• ১৫ চৈত্র ,১৪৩০,29 Mar ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সুদানে জ্বালানি তেলের দাম দিগুণ করায় বিক্ষোভে নিহত ২৪

| সেপ্টেম্বর 26, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ সুদানে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশের গুলিতে ২৪ ব্যক্তি নিহত হয়েছে। ৮০ জনের মতো আহত হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, গত মঙ্গলবার জ্বালানি ভর্তুকি বাতিল ও জ্বালানি তেলের দাম দিগুণের বিরুদ্ধে রাজধানী খার্তুমসহ দেশটির বিভিন্ন শহরে এ বিক্ষোভ শুরু হয়। বিক্ষুব্ধ জনতা সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে। গত তিন দিন ধরে দেশটিতে ব্যাপক বিক্ষোভ চলছে।

রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্পে আগুণ ধরিয়ে দেয়া হয়েছে এবং বিমানবন্দরগামী রাস্তাটি অবরোধ করে রাখা হয়েছে। শহরের সব স্কুল বন্ধ রয়েছে এবং সংবাদপত্র প্রকাশ না করার নির্দেশ দেয়া হয়েছে। সুদানে ইন্টারনেট সংযোগও বন্ধ রয়েছে বেশ কয়েক ঘণ্টা ধরে।

বিক্ষোভকারীদের দাবি, প্রেসিডেন্ট ওমর আল  বশিরের এ সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। কিন্তু এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বশির সরকার।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply