• ৬ বৈশাখ ,১৪৩১,19 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সে বাংলাদেশের সংস্কৃতি, ঋতু বৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের উপর তথ্যচিত্র প্রদর্শনী

| অক্টোবর 28, 2013 | 0 Comments
 ইউরো সংবাদ: বাংলাদেশকে সারা বিশ্বের মানুষের
 কাছে একটি পর্যটক দেশ হিসেবে
 পরিচয় করিয়ে দিতে গতকাল শুক্রবার
প্যারিসে নিজস্ব সভা কক্ষে লা মেইজন
 ডি জার্নালিষ্ট (La Maision Des
 Journaliste) কর্তৃক বাংলাদেশের
 সংস্কৃতি, ঋতুবৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য সহ
 বাংলাদেশের বিভিন্ন জাতি গোষ্ঠীর সংস্কৃতি সম্বলিত তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
La Maision Des Journaliste এর সংস্কৃতি বিষয়ক সমন্বয়কারী ম্যাডাম শিরিন ও বাংলাদেশী সাংবাদিক রেজাউল কবিরের যৌথ পরিচালনায়
 এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স La Maision Des Journaliste এর পরিচালক Darline Cothiere.অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের
 জাতীগত ইতিহাস নিয়ে ফরাসী ভাষায় তথ্য চিত্র উপস্থাপন করা হয়। এরপর বাংলাদেশী সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত সকল বিদেশী
 সাংবাদিকগন পরম শ্রদ্ধার সাথে বাংলাদেশের জাতীয় সঙ্গীত শ্রবন করেন। অনুষ্ঠানে প্রামান্য চিত্রের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি, ধর্মীয়
 আচার অনুষ্ঠান, ঋতু বৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য ও বাংলাদেশের ৫২ ধরনের জাতি গোষ্ঠীর নিজস্ব বৈশিষ্ট্য সহ বাংলাদেশের সামগ্রিক দিক
 সংক্ষেপে তুলে ধরা হয়।বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন, ফ্রান্সের BFM TV, ARTE, CHANNEL+, RADIO FRANCE সহ ফ্রান্সের
 বিভিন্ন প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকগন এছাড়াও La Maision Des Journaliste এর ইরাক, ইরান, ইয়েমেন, সিরিয়া, চাঁদ, জর্জিয়া সহ
 বিভিন্ন দেশের সাংবাদিকগন এ প্রদর্শনী উপভোগ করেন।অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবাধনে ছিলেন La Maision Des Journaliste এর
সামাজিক ও যোগাযোগ বিষয়ক সমন্বয়কারী Frederic.

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France

About the Author ()

Leave a Reply