• ৬ বৈশাখ ,১৪৩১,20 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বৃটেনের নিউপোর্ট যুবলীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

| নভেম্বর 7, 2013 | 0 Comments

ইউরোবিডি কমিউনিটি সংবাদ:
বদরুল হক মনসুর, ওয়েলস থেকে:: বৃটেনের ওয়েলসের নিউপোর্ট শহরের নিউ লাহোর রেস্টুরেন্টে যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় গত ৬ই নভেম্বর বৃধবার জেল হত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় চারনেতা স্মরনে এক সেমিনারের আয়োজন করা হয়।

নিউপোর্ট যুবলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে এবং নিউপোর্ট যুবলীগের সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা মো: ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সাবেক সহ সভাপতি, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড১৯৭১ইন ইউকে’র কেন্দ্রীয় কনভেনার, ওয়েলস আওয়ামীলীগ লিডার মনসুর আহমদ মকিস।

আলোচনায় অংশ নেন নিউপোর্ট যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা শাহ মো: শাফি কাদির, জাস্টিসস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ নিউপোর্ট শাখার সেক্রেটারী এম এ রউফ, নিউপোর্ট যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনহার মিয়া, যুগ্ম সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সিতাব আলী, আব্দুল হক, শেখ এম এ সালাম, কয়েস আহমদ, আশরাফুল ইসলাম, সুমন আলী, শাহজান মিয়া শাওন, কবির আহমদ, বদরুল হক মনসুর, শামীম আহমদ, সেবুল হোসেন, গিয়াস উদ্দিন, নজরুল ইসলাম, এম এ মান্নান প্রমুখ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য সাবেক ছাত্রনেতা মনসুর আহমদ মকিস মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয় চার নেতার অবদানের বিভিন্ন দিক তুলে ধরে বলেন জেল হচ্ছে মানুষের নিরাপদ স্থান অথচ জেলের অভ্যন্তরে জাতীয় চার নেতাকে হত্যা করা হলো, যাহা ইতিহাসের ্এক কলংকময় অধ্যায়।

সভাপতির বক্তব্যে নিউপোর্ট যুবলীগ সভাপতি মুহিবুর রহমান মুহিব বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পূনরায় ক্ষমতায় আনতে হবে। নিউপোর্ট যুবলীগের সহ-সভাপতি শাহ মো: শাফি কাদির ও যুবলীগ সেক্রেটারী ফখরুল ইসলাম বাংলাদেশে বিএনপি-জামাতের অরাজকতা-খুন-হরতাল-অবরোধ এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে এদের রুখতে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

Category: Community UK, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply