• ১১ বৈশাখ ,১৪৩১,24 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

বসবাস ও কর্মসংস্থানের দাবিতে ব্রাসেলসে আফগান নাগরিকদের বিক্ষোভ

| নভেম্বর 10, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ইউরোপীয় ইউনিয়নের চাপিয়ে দেয়া অভিবাসী আইনের তীব্র প্রতিবাদ জানিয়েছে বেলজিয়ামের বসবাসরত আফগান শরণার্থীরা। স্থায়ী বসবাসের আবেদন বাতিলের প্রতিবাদে রাজধানী ব্রাসেলসে এ বিক্ষোভ করে কয়েকশ’ আফগান শরণার্থী।

 (শুক্রবার) এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। রাজধানীর কেন্দ্রে ওই বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভকারীরা বেশ কিছু রাস্তা অবরোধ করে।

 এক বিক্ষোভকারী আফগান নারী জানান, “আমরা বেলজিয়ামের নাগরিকদের কাছ থেকে বিনামূল্যে খাবার চাই না। আমরা কর দিতে চাই। আমরা কাজ করতে চাই, চাকরি চাই। অন্যদের মত স্বাভাবিক জীবন চাই।”

 বিক্ষোভকারীরা প্রায় দু’মাস ধরে এসব দাবি জানিয়ে আসছেন। কিন্তু বেলজিয়াম কর্তৃপক্ষ কোন ইতিবাচক সাড়া না দেয়ায় এ বিক্ষোভের আয়োজন করে তারা।

 এদিক, দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, স্থায়ী বসবাসের জন্য সব শর্ত পূরণ করেনি আবেদনকারীরা। আফগানিস্তানেও তাদের জীবনের ওপর আসন্ন কোন ঝুঁকি নেই। এ অবস্থায় ব্রাসেলস কর্তৃপক্ষ তাদের আবেদন বাতিল করে দেয়।

Category: 1stpage, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Belgium

About the Author ()

Leave a Reply