• ১২ বৈশাখ ,১৪৩১,25 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

পরমাণু চুক্তির বিষয়ে ফ্রান্সের ৪ শর্ত

| নভেম্বর 19, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আসন্ন পরমাণু আলোচনায় একটি চুক্তিতে পৌঁছাতে হলে ইরানকে চারটি শর্ত পূরণ করতে হবে। এ আলোচনা আগামী ২০ নভেম্বর জেনেভায় শুরু হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, প্রথম শর্ত হলো, ইরানের সব পরমাণু স্থাপনাকে এই মুহূর্ত থেকে আন্তর্জাতিক নজরদারির আওতায় আনতে হবে।

দ্বিতীয়ত, ২০ শতাংশ হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে।

তৃতীয়ত, এরইমধ্যে ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের যে মজুদ গড়ে তুলেছে তা কমাতে হবে এবং

শেষ শর্ত হচ্ছে, আরাকের ভারি পানির পরমাণু স্থাপনার নির্মাণকাজ বন্ধ করতে হবে।

ওলাঁদ আরো বলেন, ইরানের সঙ্গে যে কোনো চুক্তি উপনীত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে হলে এ সব শর্ত মানতে হবে।

উল্লেখ্য, গতমাসে জেনেভায় অনুষ্ঠিত বৈঠকে ইরান ও ছয় জাতিগোষ্ঠী নিজেদের মধ্যে বিরাজমান মতপার্থক্য কমাতে সক্ষম হলেও কোনো সমঝোতা চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স, ফ্রান্স, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply