• ১১ বৈশাখ ,১৪৩১,25 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ইতালিতে ঘূর্ণিঝড় ক্লিওপেট্রায় নিহত ১৪

| নভেম্বর 19, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ ইতালির ভূমধ্যসাগরীয় দ্বীপ সার্দিনিয়ায় ঘূর্ণিঝড় ক্লিওপেট্রার তাণ্ডবে অন্ততপক্ষে  ১৪ জন মৃত্যু বরণ করেছে বলে জানা যায়। এছাড়া বেশকিছু মানুষ নিখোঁজ রয়েছেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যায় কয়েকটি গাড়ি ভেসে গেছে ও একটি সেতু ধসে পড়েছে।

সোমবার রাতে ঘূর্ণিঝড়টি আঘাত হানে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়। ঘূর্ণিঝড়ের সঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত ও বন্যায় রাস্তাঘাট ডুবে গেছে ও নদীর পাড় ভেঙ্গে পড়েছে। নদীর পাড় ভেঙ্গে ও গাড়ির সঙ্গে ভেসে গিয়ে বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বিবিসি অনলাইন।

ঘূণিঝড়ে সার্দিনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ওলবিয়া ও এর আশপাশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দ্বীপটির কয়েকশত বাসিন্দাকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে। এ ছাড়া ওলবিয়ার কাছে একটি সড়ক সেতু ভেঙে কয়েকটি গাড়ির ওপর পড়লে গাড়ির তিন আরোহী মারা যান। এই সেতু ধসে এক পুলিশ কর্মকর্তাও মারা গেছেন।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Italy, ইতালি, ইতালি, প্রচ্ছদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply