• ৫ বৈশাখ ,১৪৩১,18 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ফ্রান্সে ৭৫% আয়কর পুনর্বিবেচনায় বোর্ড গঠনের সিদ্ধান্ত

| জানুয়ারী 1, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ১ মিলিয়ন ইউরোর ওপরে আয়ের ব্যাক্তিদের ৭৫% আয়করের নীতিটি ফরাসি সাংবিধানিক কোর্ট দ্বারা অসাংবিধানিক ঘোষিত হবার পর সরকার এ আইনটির পুনরায় খসড়া ও পুনঃদাখিলের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হয়েছেন।

সাংবিধানিক পরিষদ থেকে বলা হয়, অস্থায়ী দুই বছরের করের হার অসাংবিধানিক ছিল কারণ এটি প্রতিটি ব্যাক্তির ওপর আলাদাভাবে প্রয়োগ হত, অন্যান্য ব্যাক্তিগত করের মত পরিবার নির্ভর কর এটি ছিলনা।

উদাহরণস্বরূপ, এক ব্যক্তির নূন্যতম মজুরী এক মিলিয়ন বা দশ লক্ষ ইউরো, তার রোজগারে একটি পরিবার ৭৫% ট্যাক্স দ্বারা আঘাতপ্রাপ্ত হবে , কিন্তু একই পরিবারের দুজনের প্রত্যেকের সাড়ে নয় লক্ষ ইউরো আয় আয়করের আওতায় থাকবেনা বা এর দ্বারা প্রভাবিত হবে না।

নতুন আয়কর হার আনুমানিক ১৫০০ জনের ওপর প্রয়োগ করার কথা কিন্তু এ আইনের প্রতিবাদ স্বরুপ কিছু ব্যাক্তি ফ্রান্স ত্যাগ করেছেন।

সম্প্রতি বেলজিয়াম বাসস্থানান্তরিত হওয়া অভিনেতা জেরার্ড বলেন, ট্যাক্স সংক্রান্ত আইনের পরিবর্তন তার পদক্ষেপে কোন পরিবর্তন আনবে না।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - France, প্রচ্ছদ, ফ্রান্স

About the Author ()

Leave a Reply