• ১০ বৈশাখ ,১৪৩১,24 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

স্পেনের অর্থমন্ত্রী আশা করছেন ২০১৩ এর শেষের দিকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে

| জানুয়ারী 3, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: স্প্যানিশ অর্থমন্ত্রী Luis de Guindos মঙ্গলবার বলেন, তিনি আশা করছেন, ইউরো জোনে ২০১৩ এর শেষ তিনমাসে কর্মসংস্থানের সুযোগ তৈরী হবে।

রেডিওতে তিনি বলেন, “আমি মনে করি ২০১৩ সাল, ২০১২ এর চেয়ে ভাল হবে।” তিনি আরও বলেন, “ কর্মক্ষেত্র আমাদের জন্য অপেক্ষা করছে যখন আমরা এ বছরের শেষ চতুর্থাংশে কর্মসংস্থানের একটি আশানুরুপ বৃদ্ধি দেখতে পাবো।”

মন্দা স্পেনের বেকারত্বের হার বাড়িয়েছে যার ফলে, গত বছর স্পেনে বেকারত্বের হার সর্বোচ্চ ২৫.০২ শতাংশ রেকর্ড করা হয়েছে যা ছিল গ্রীসের পর ইউরোপে দ্বিতীয় সর্বোচ্চ বেকারত্বের হার।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Spain, স্পেইন

About the Author ()

Leave a Reply