• ১০ বৈশাখ ,১৪৩১,23 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

জার্মানে ডিসেম্বর মাসে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে

| জানুয়ারী 3, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: একটি সরকারী তথ্য হতে গত বৃহস্পতিবার জানা গেছে,  জার্মানিতে বেকারত্ব ডিসেম্বর মাসে সামান্য বৃদ্ধি পেয়েছে কিন্তু দেশের শ্রম বাজার, eurozone এর ঋণ সঙ্কটের তুলনায় অপেক্ষাকৃত ভাল অবস্থানে আছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক শর্তানুসারে বেকারত্বের হার, নভেম্বর মাসে ৬.৫ শতাংশ থেকে ডিসেম্বর মাসে ৬.৭ শতাংশে বৃদ্ধি পায়।

ফেডারেল শ্রম সংস্থা একটি বিবৃতিতে এ খবর জানায় যে, মৌসুমে-স্থায়ী মোট বেকারত্বের হার ৬.৯ শতাংশ যা অপরিবর্তিত ছিল। স্থায়ী শর্তানুসারে, মৌসুমের সাথে সম্বন্বয়ের ভিত্তিতে বেকারের সংখ্যা মোট ৩০০০ বৃদ্ধি পেয়েছে যা ‍বিশ্লেষকদের আশঙ্কার তুলনায় যথেষ্ট কমই বৃদ্ধি পেয়েছে।

প্রাথমিক শর্তানুসারে,সংস্থাটি নির্ণয় করেছে যে, জার্মানিতে বেকার হিসাবে নিবন্ধিত মানুষের মোট সংখ্যা ডিসেম্বর মাসে ৮৮,৩৪১ জন বৃদ্ধি পেয়ে ২.৮৪ মিলিয়নে উন্নীত হয়েছে।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - German, জার্মান, প্রচ্ছদ

About the Author ()

Leave a Reply