• ৭ বৈশাখ ,১৪৩১,20 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ডিসেম্বরে স্পেনে বেকারত্ব হ্রাস পেয়েছে

| জানুয়ারী 3, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: সোমবার একটি সরকারী পরিসংখ্যানে প্রকাশিত হয়, ডিসেম্বর মাসে স্পেনে বেকারত্ব হ্রাস পেয়েছে কিন্তু বিগত বছরের অর্থনৈতিক মন্দার রুঢ় প্রভাবে বেকারত্বের সংখ্যা এখনও যথেষ্ট উচুঁ, আনুমানিক পাঁচ মিলিয়ন।

শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়,ডিসেম্বর মাসে Eurozone-এর চতুর্থ বৃহত্তম অর্থনীতির হিসাবে নিবন্ধিত বেকার মানুষের সংখ্যা ৫৯,০৯৪ জন অথবা ১.২ শতাংশ কমে দাড়িয়েছে ৪.৮৫ মিলিয়নে। এক বছর ধরে, বেকার পদমর্যাদার মানুষের সংখ্যা ৪২৬,৩৬৪ জন অথবা ৯.৬৪ শতাংশ।

মন্ত্রণালয় অনুসারে, নির্দিষ্ট মৌসুমে পুরো মাসে স্পেন এর বেকার সংখ্যা ৮১,০২৩ জন কমে ৪.৮৫৩ মিলিয়নে এসে দাড়ায়।

স্পেন এর অর্থনীতি ১৫ মাসে যথেষ্ট হ্রাস পেয়েছে এবং সরকার আশা করছে ২০১৩ সাল ধরে অর্থনৈতিক মন্দার পর ২০১৪ সালে এর অবসান ঘটবে।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Spain, প্রচ্ছদ, স্পেইন

About the Author ()

Leave a Reply