• ১৫ চৈত্র ,১৪৩০,29 Mar ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

ইউক্রেনের পূর্বাঞ্চলে তীব্র সংঘর্ষ: ২৪ ঘন্টায় নিহত আরো ১৬ জন

| ফেব্রুয়ারী 3, 2015 | 0 Comments

 ucrainইউরো সংবাদ: ইউক্রেনের পূর্বাঞ্চলে তীব্র সংঘর্ষে  গত ২৪ ঘন্টায়  আরো অন্তত ১৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

 (মঙ্গলবার) এ খবরের সত্যতা নিশ্চিত করেছে দেশটির সরকার ও বিদ্রোহী কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলেছেন, দেবালতসেভে পাঁচ জন,  দোনেস্কের আশপাশে ছয় জন এবং প্রতিবেশী লুগানস্কে পাঁচ ব্যক্তি নিহত হয়েছে।

 ইউক্রেনের পূর্বাঞ্চলে তীব্র সংঘর্ষ শুরু হওয়ার পরিপ্রক্ষিতে এসব হতাহতের খবর এলো।

 দেবালতসেভে ইউক্রেনের সেনাবাহিনী এবং বিদ্রোহী রুশপন্হি অস্ত্রধারীদের  মধ্যে এখনো তীব্র সংঘর্ষ চলছে। সেখানে রুশপন্হি অস্ত্রধারীরা ইউক্রেনের সেনাবাহিনীকে ঘিরে রেখেছে বলে এর আগের খবরে জানানো হয়।

 এদিকে, রুশপন্হি বিদ্রোহী নেতারা সোমবার ইউক্রেনের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিদ্রোহী যোদ্ধার সংখ্যা এক লাখ পর্যন্ত বাড়াতে স্বেচ্ছাসেবীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Category: আন্তর্জাতিক, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply