• ৫ বৈশাখ ,১৪৩১,18 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

সাগর-রুনী হত্যার বিচার দাবীতে প্যারিসে মানবন্ধন

| ফেব্রুয়ারী 12, 2015 | 0 Comments

sagor runi
ইউরোবিডি কমিউনিটি সংবাদ:
: সাংবাদিক দম্পতি সাগর-রুনীর নির্মম হত্যাকান্ডের তিন বছর পরও কোন এক অদৃশ্য শক্তির নির্দেশে থেমে আছে বিচার প্রক্রিয়া। টেনিস বলের মতো এক কোর্ট থেকে আরেক কোর্টে ঘুরে বেড়াচ্ছে এ মামলার ফাইল। কখনো র‌্যাব, কখনো অপরাধ তদন্ত বিভাগ আবার কখনোবা পুলিশের বিশেষ শাখার টেবিলগুলোতে ময়না তদন্ত রিপোর্ট ও বিভিন্ন আলামত আজও অবহেলা অনাদরে ঘুরপাক খাচ্ছে। সরকার তথা আইন-শৃঙ্খলা বাহিনীর অনীহার কারনে এ হত্যাকান্ডের বিচারের বানী নিভৃতে কেদে বেড়াচ্ছে। সে কান্নার জলের ধারা ফ্রান্সের রাজধানী প্যারিসেও পড়েছে। প্যারিসে অবস্থানরত বিভিন্ন বাংলাদেশী ও বিদেশী বাংলা মাধ্যমের সংবাদকর্মীদের আয়োজিত মানববন্ধনে এ হত্যাকান্ডের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার আহবান জানানো হয়েছে।

গত ১১ ফেব্রুয়ারী বুধবার বিকালে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে মানবাধিকার চত্বরে এ মানবন্ধনের আয়োজন করে বাংলাদেশী সাংবাদিকবৃন্দ, ফ্রান্স। ‘সাগর-রুনী হত্যাকান্ডের তিন বছর কবে পাবো বিচার’ লিখিত ব্যানার নিয়ে মানবন্ধন করেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশী সাংবাদিকবৃন্দ। মানবন্ধনে বক্তব্য দেন চ্যানেল আই ফ্রান্স এর বিশেষ প্রতিনিধি এম এ হাশেম, অন লাইন সংবাদ মাধ্যম ইউরো-বিডি24নিউজের সম্পাদক ইমরান মাহমুদ, এনটিভি’র ফ্রান্স প্রতিনিধি আবু তাহির, জিটিভি’র ফ্রান্স প্রতিনিধি নয়ন মামুন, এশিয়ান টিভি’র ফ্রান্স প্রতিনিধি ফেরদৌস করিম আখঞ্জি, মিলেনিয়াম টিভি’র ফ্রান্স প্রতিনিধি খন্দকার আবেদ, ফ্রি-ল্যান্স সাংবাদিক রনি পাটওয়ারী,ফ্রান্স বাংলা দর্পন এর স্টাফ রিপোর্টার দোলন মাহমুদ, অন লাইন এক্টিভিস্ট সুমন আজাদ,রনি প্রমুখ। সাগর-রুনীর হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবীর পাশাপাশি বাংলাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করার আহবান জানান বক্তারা।

 

Human Chain in PARIS for justice of Sagar-Runi killing .

https://www.youtube.com/watch?v=pKLfab0c8NU

https://www.youtube.com/watch?v=ZY_5zpcftoI

Category: 1stpage, Community France, Community news 1st page, Scroll_Head_Line, ইউরোবিডি কমিউনিটি সংবাদ

About the Author ()

Leave a Reply