• ১৫ চৈত্র ,১৪৩০,29 Mar ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

স্পেনে স্থায়ীভাবে সেনা মোতায়েন রাখার অনুমতি পেল আমেরিকা

| জুন 1, 2015 | 0 Comments

spainস্পেনে স্থায়ীভাবে সেনা মোতায়েন রাখার অনুমতি পেয়েছে আমেরিকা। স্পেনের মন্ত্রিসভা (শুক্রবার) এ সংক্রান্ত একটি চুক্তি অনুমোদন করেছে। এ চুক্তির আওতায় স্পেনের ‘মরোন’ বিমান ঘাঁটিতে মার্কিন সেনারা স্থায়ীভাবে অবস্থান করতে পারবে।

একইসঙ্গে সেখানে মার্কিন সেনা সংখ্যা ৮৫০ থেকে বাড়িয়ে তিন হাজারে উন্নীত করতে পারবে এবং ৪০টি বিমান মোতায়েন রাখতে পারবে। বর্তমানে সেখানে ১৪টি মার্কিন বিমান মোতায়েন রয়েছে।

১৯৮৮ সালে স্বাক্ষরিত এক চুক্তির ভিত্তিতে স্পেনে মার্কিন সেনারা অবস্থান করে আসছে। ওই চুক্তি অনুযায়ী মার্কিন সেনাদের উপস্থিতির বিষয়টি প্রতি বছরই নবায়নের প্রয়োজন হতো। কিন্তু এখন থেকে প্রতি বছর তা নবায়নের প্রয়োজন হবে না। তবে মন্ত্রিসভায় আজ অনুমোদিত চুক্তিটিতে সংসদের অনুমোদন লাগবে।

আগামী রোব ও সোমবার স্পেন সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সে সময় তিনি ওই চুক্তিতে সই করবেন বলে কথা রয়েছে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো-সংবাদ - Spain, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply