• ৫ বৈশাখ ,১৪৩১,19 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

গ্রীসে গুরুত্বপূর্ণ গণভোট শুরু; প্রাথমিক ফলাফল ঘোষিত হবে সন্ধ্যায়

| জুলাই 5, 2015 | 0 Comments

grece ইউরো সংবাদ: গ্রীসে  (রোববার) গুরুত্বপূর্ণ গণভোট অনুষ্ঠিত হচ্ছে। চলমান অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য দেশটি কঠিন শর্তের ঋণ গ্রহণ করবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে এ গণভোটের আয়োজন করা হয়েছে। ঋণ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত দেবেন গ্রীসের প্রায় ৯৯ লাখ ভোটার।

 গণভোটে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছে মতামত জরিপ। শুক্রবার সর্বশেষ জরিপের ফলাফলে বলা হয়েছে, ‘হ্যাঁ’ এর পক্ষে ৪৪ শতাংশ এবং ‘না’ এর পক্ষে ৪৩ শতাংশ জনগণ সমর্থন দেবে। গ্রীসের বামপন্থি সরকার গণভোটে ‘না’ ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু বিরোধীরা ‘হ্যাঁ’  ভোট দেয়ার আহ্বান জানিয়ে দাবি করছে, গণভোটে ‘না’ জিতলে গ্রীসকে ইউরোজোন থেকে বের করে দেয়া হতে পারে।

 এদিকে গ্রীসের অর্থমন্ত্রী ঋণদাতাদের সমালোচনা করে বলেছেন, তারা গ্রীসের সঙ্গে যে আচরণ করছেন তা হচ্ছে সন্ত্রাসবাদ।

 স্থানীয় সময় রোববার সকাল ৭টায় এ গণভোট শুরু হয়েছে এবং সন্ধ্যার দিকে প্রাথমিক ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Greece, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply