• ১১ বৈশাখ ,১৪৩১,24 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

আদর্শ ঢাকা আন্দোলনের কর্মসূচি পণ্ড, সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার

| আগস্ট 18, 2015 | 0 Comments

ad24_3_2দেশের খবর: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদকে গ্রেফতার করা হয়েছে।

 (মঙ্গলবার) সকাল সকাল সোয়া ১১ টায় রাজধানীর পান্থপথের সামুরা কনভেনশন সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। সামুরা কনভেনশন সেন্টারে আদর্শ ঢাকা ‌আন্দোলনের একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। সংগঠনের সদস্য সচিব শওকত মাহমুদ ওই সংবাদ সম্মেলনে যোগদানের জন্য সেখানে গিয়েছিলেন। আটকের পর তাঁকে রাজধানীর যাত্রাবাড়ী থানায় গাড়ি পোড়ানোর তিন মামলায় গ্রেফতার দেখানো হয়।

 জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ আবদুল মোমিন বলেন, আদর্শ ঢাকা আন্দোলনের একটি অনুষ্ঠানে অংশ নিতে সামারাই কনভেনশনে ঢোকার সময় পুলিশ তাঁকে বাধা দেয়। পরে সাদা পোশাকের পুলিশ ছাই রঙের একটি গাড়িতে (ঢাকা মেট্রো-চ-৫৩৪২০৬) তুলে তাঁকে নিয়ে যায়। শওকত মাহমুদকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে বলে তাঁর ধারণা। ওই গাড়ির পেছনে শওকত মাহমুদের ঘনিষ্ঠজনদের একটি গাড়িও ছিল।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ নাশকতার আটটি মামলা আছে বলে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা জানান।

এদিকে, শওকত মাহমুদ রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশনে আদর্শ ঢাকা আন্দোলনের যে সভায় যোগ দিতে যাচ্ছিলেন, পুলিশের বাধায় তা পণ্ড হয়ে গেছে। পুলিশ সামুরা কনভেনশন সেন্টারটি তালা লাগিয়ে দিয়েছে।

 সভার আয়োজক ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপির তথ্য উপস্থাপনের জন্য আজ বেলা ১১টায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, মনোনীত মেয়রপ্রার্থী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়। তবে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই পুলিশ ফটকটি আটকে দেয়।

 সভা পণ্ড হওয়ার পর আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, গত ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনে প্রার্থীরা কে কি ধরনের হয়রানির সম্মুখীন হয়েছিল সে সম্পর্কে সাংবাদিকদের অবহিত করার জন্য আমরা মতবিনিময় সভার আয়োজন করেছিলাম। যেন সরকার জনগণের দাবির দিকে খেয়াল রাখে। কিন্তু দুঃখের বিষয় সরকারের কিছু অতি উৎসাহী কর্মকর্তা শান্তিপূর্ণ এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে দিল না।“

 প্রখ্যাত এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, “শান্তিপূর্ণ নির্বাচন ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। জনগণ সেই নির্বাচনে কিভাবে অংশ নিবে তার দায় দায়িত্ব সরকারের। আমি স্পষ্ট করে বলতে চাই আমরা কোনো অভিযোগ নিয়ে এখানে উপস্থিত হয়নি বা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলার জন্য এখানে আসিনি। শান্তিপূর্ণ সভাটি করতে না দিয়ে সরকারের অতি উৎসাহী পুলিশরা মস্ত বড় কাজ করেছে, সরকারের এমন ভাবা উচিত না।“

এমাজউদ্দিন আহমেদ বলেন, “কথা বলা বন্ধ করা কোনো ভদ্রতার কাজ নয়। আমার মতো শিক্ষক মানুষ এভাবে ফিরে যাব, জীবনে কোনোদিন কল্পনাও করিনি। কর্মসূচি বন্ধ করার ইচ্ছা থাকলে একটি ফোন দিলেই এখানে আসতাম না।“

তিনি বলেন, আজ হোক কাল হোক দেশে নির্বাচন হবেই। যদি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতে হয় সরকারকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে।“

 শওকত মাহমুদকে গ্রেফতারের সমালোচনা করে তিনি বলেন, “ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের দুইবারের সভাপতি শওকত মাহমুদকে আটক করা একটি নিন্দনীয় ঘটনা। অবিলম্বে তাকে ছেড়ে দেওয়ার জন্য আমরা প্রশাসনের প্রতি দাবি জানাই।“

 তিনি আরো বলেন, “এই ঘটনা প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা যে গণতন্ত্রের কথা বলেন তার বিপরীত। তাই নিন্দাও জানাতে চাই না। শুধু বলতে চাই, তারা (সরকার) যেন নাগরিক অধিকারের ব্যাপারে সচেতন হয়।“

 ডিএমপির অনুমতি নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কলামিস্ট মাহফুজুল্লাহ বলেন, ”ঘরের ভেতর সভা করতে কোনো অনুমতির প্রয়োজন হয় না। তারপরেও আমরা ধানমন্ডির কলাবাগান থানায় অবহিত করেছিলাম। গতকাল স্পেশাল বেঞ্চ থেকে জানতে চাওয়া হয়েছিল কি ধরনের আলোচনা হবে। সে সম্পর্কে অবহিত করা হলে তারা সভা আয়োজন করতে কোনো নিষেধ করেননি।“

এসময় আরো উপস্থিত ছিলেন, কবি আবদুল হাই শিকদার ও ঢাকা সাংবাদিক ইউনিয়েনের সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান।

Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply