• ১০ বৈশাখ ,১৪৩১,23 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

গ্রিসে সিরিয়া ও আফগান অভিবাসীর ঢল: গত সপ্তাহে পৌঁছেছে ২১,০০০

| আগস্ট 18, 2015 | 0 Comments

de552cb0e1650e0d0fca97c16f5359d8_XL ইউরো সংবাদ: অন্তত ২১,০০০ উদ্বাস্তু ও অভিবাসন প্রত্যাশী মানুষ আশ্রয়ের সন্ধানে পৌঁছেছে অর্থনৈতিক সমস্যায় জর্জরিত গ্রিসে। গত সপ্তাহে এসব মানুষ গ্রিসে পৌঁছায়। ২০১৪ সালে যত মানুষ অবৈধভাবে গ্রিসে গিয়েছিল এ সংখ্যা তার প্রায় অর্ধেক।

 জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনের মুখপাত্র উইলিয়াম স্পিন্ডলার জেনেভায় সাংবাদিকদেরকে বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অভিবাসন প্রত্যাশী মানুষের আগমন বেড়ে গেছে। তিনি জানান, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এক লাখ ৬০ হাজার মানুষ অভিবাসনের প্রত্যাশায় গ্রিসে ঢুকেছে। এসব মানুষের বেশিরভাগই তুরস্ক থেকে সমুদ্রপথে গ্রিসে পৌঁছায়।

 উইলিয়াম স্পিন্ডলার জানান, অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগ সিরিয়া থেকে আসছে। তিনি জানান, ইউরোপে আসা অভিবাসীদের প্রতি ১০ জনের মধ্যে আটজনই সিরিয়ার নাগরিক। এছাড়া, আফগানিস্তানের নাগরিক শতকরা ১০ ভাগ আর ইরাকের নাগরিক হচ্ছে শতকরা তিন ভাগ।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, ইউরো-সংবাদ - Greece, গ্রীস, গ্রীস

About the Author ()

Leave a Reply