• ১১ বৈশাখ ,১৪৩১,25 Apr ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

মক্কা-দুর্ঘটনা: ঘাতক ক্রেনটি বিন লাদেন পরিবারের

| সেপ্টেম্বর 13, 2015 | 0 Comments

bfefccb931fff6b51feb3af4cec68c7c_XL আন্তর্জাতিক: সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামে যে বিশাল ক্রেনের বাহু চাপা পড়ে নজিরহীন ভাবে অনেক মানুষ হতাহত হয়েছে সেটি ছিল ওসামা বিন লাদেন পরিবারের একটি কোম্পানির। জার্মান কোম্পানির ক্রেনটি বিন লাদেন গ্রুপের আওতায় পবিত্র মসজিদুল হারামের নির্মাণ তৎপরতায় জড়িত ছিল।

 ওসামা বিন লাদেনের বাবা মোহাম্মদ এ কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। সৌদি আরবে এ কোম্পানির ব্যাপক এবং লক্ষণীয় প্রভাব রয়েছে। বিন লাদেন পরিবারের এ সংস্থা ১৪০ কোটি পাউণ্ড স্টারলিং ব্যয়ে মসজিদুল হারামের সম্প্রসার কাজে নেতৃত্ব দিচ্ছে।

 এ কোম্পানির আওতায় সৌদি আরবে আরো বড় বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এরই অন্যতম হল  হারামাইন হাইস্পিড রেল লিংক। মক্কা-মদিনা হাইস্পিড রেলওয়ে নামেও পরিচিত ৪৫৩ কিলোমিটারের এ প্রকল্প বাস্তবায়িত হলে ইসলামের পবিত্র এই দুই নগরীর মধ্যে যাতায়াত অনেক সহজ হবে।

 এ ছাড়া, সৌদি বন্দর নগরী জেদ্দায় বিশ্বের সর্বোচ্চ ভবন কিংডম টাওয়ার নির্মাণের কাজও করছে বিন লাদেন গ্রুপ।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply