প্রয়াত মানিক ভাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন- ফারুক নওয়াজ খাঁন।

 ইউরোবিডি কমিউনিটি সংবাদ: আজ থেকে দুই বছর আগে প্রয়াত মানিক ভাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এটা লিখেছিলাম। দু’বছরে সেইন নদীতে অনেক জল গড়িয়েছে। প্যারিসে প্রবাসী বাংলাদেশীর সংখ্যাও বেড়েছে। আমরা কি পেরেছি নতুনদের জন্য কিছু করতে? শুধুমাত্র ‘সোনাবন্ধুর ‘ গান শুনিয়ে যদি নিজেদের কমিউনিটি ব্যক্তিত্ব বলে জাহির করি তাহলে এরকম মানিক ভাইদের স্বপ্ন অধরাই থেকে যাবে…… তুমি … পড়তে থাকুন প্রয়াত মানিক ভাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন- ফারুক নওয়াজ খাঁন।