• ১৭ কার্তিক ,১৪৩১,01 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

রুশ-তুরস্ক সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়: ল্যাভরভ

| ডিসেম্বর 3, 2015 | 0 Comments
4bhke3c8cabf8f1jlb_620C350

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

ইউরো সংবাদ: তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পর্ক স্বাভাবিক করার কথা নাকচ করে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তুরস্কের পক্ষ থেকে যদি সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হয় তখন রাশিয়ার ভূমিকা কী হবে- এমন এক প্রশ্নের জবাবে ল্যাভরভ সে সম্ভাবনা বাতিল করে দেন।

 তিনি সাংবাদিকদের বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক তৎপরতার কারণে তুরস্কের সঙ্গে সম্পর্ক তৈরি করা এখন আর সাধারণ কোনো বিষয় নয়। ল্যাভরভ বলেন, “আমি বলতে চাই না তুরস্কের কী করা উচিত; আমি শুধু বলব কী করা উচিত- তা আমাদের প্রতিবেশী তুরস্কের নিজেরই বোঝা দরকার।”

 ল্যাভরভ জানান, বেলগ্রেডে ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলনের অবকাশে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসওগ্লু বৈঠকে বসার জন্য পীড়াপীড়ি করছেন। বৃহস্পতি ও শুক্রবার এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্পর্কে ল্যাভরভ বলেন, “তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ হয়ত উপেক্ষা করব না কারণ তিনি কী বলতে চান তা শুনে দেখব।”

 গত ২৪ নভেম্বর তুরস্ক রাশিয়ার একটি বোমারু বিমান সিরিয়ার সীমান্তে ভূপাতিত করে। এ ঘটনার পর রাশিয়া তুরস্কের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং সামরিক সম্পর্ক ছিন্ন করেছে।

Category: 1stpage, Scroll_Head_Line, ইউরো সংবাদ, ইউরো সংবাদ, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply