• ১৭ কার্তিক ,১৪৩১,01 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

শপথ নেওয়ার পরদিনই গুলিতে নিহত নারী মেয়র

| জানুয়ারী 3, 2016 | 0 Comments

mexico-mota-ejo-010216_7009b102fd6531b985881b3ed1737fbb.nbcnews-ux-2880-1000_183840আন্তর্জাতিক: শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আততায়ীর গুলিতে মারা গেলেন মেক্সিকোর নারী মেয়র গিসেলা মোতার (৩৩ )। টেমিক্সকোর বাড়িতে ঢুকে তাকে গুলিতে ঝাঁঝরা করে দেয় আততায়ীরা৷ শনিবার এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানায় বিবিসি।

 রাজধানী মেক্সিকো সিটি থেকে ৯০ কিলোমিটার দূরে টেমিক্সকো শহরে মেয়র পদে নির্বাচিত হন মোতা৷ শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে গুলি করে হত্যা করা হয়৷
পুরো ঘটনায় ক্ষুব্ধ দেশবাসী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে। মেয়রের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশের রাষ্ট্রপ্রধান।
মেক্সিকোর টিমিক্সকো শহরে চলে দেদার মাদক পাচার৷ সঙ্গে চলে অপহরণ, খুনের মতো অপরাধ৷ গত এক দশকে মাদক পাচার চক্রে জড়িয়ে খুন হয়েছে প্রায় এক লক্ষ মানুষ৷ শনিবার মেয়র হিসেবে শপথ নেন গিসেলা মোতার। তিনি বলেছিলেন, শহরের সব অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করা হবে। ধারণা করা হচ্ছে, সেই কারণেই হয়তো মেয়রকে খুন হতে হলো।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক

About the Author ()

Leave a Reply