ভূমিকম্পে কাঁপল সারা দেশ অন্তত একজনের মৃত্যু, আহত ২৫ জন
দেশের খবর: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে রাজধানীর জুরাইনে হুরোহুরি করে ভবন থেকে নামতে গিযে অন্তত একজনের মৃত্যু হয়েছে। আহত হয় অন্তত অর্ধশত। এছাড়া বিভিন্ন স্থানে আহত হয়ে ঢাকা মেডিকেলে অন্তত ২৫ জন ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
এছাড়া আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী আহত হন বলে একটি বেসরকারি টেলিভিশনের খবরে প্রচার করা হয়।
সোমবার ভোর ৫টা ৫ মিনিটের দিকে শক্তিশালী এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইমপাল থেকে ৩৩ কি.মি. পূর্ব-উত্তর-পূর্বে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস)।
শক্তিশালী এই ভূমিকম্পের প্রচন্ড ঝাকুনিতে ঘুমন্ত রাজধানীবাসী ভয়ে-আতঙ্কে চোখে ঘুম নিয়ে বাসা-বাড়ি থেকে বের হয়ে রাস্তায় নেমে পড়েন। রাজধানীর প্রগতি সরণীসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এছাড়া তবে, ভূমিকম্পে এখনও পর্যন্ত কী ধরণের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
ঢাকা ছাড়াও চট্টগ্রাম, নীলফামারী,হবিগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, রংপুর, ফরিদপুর, যশোর, খুলনা, দিনাজপুর, মৌলভীবাজার, পঞ্চগড়, কিশোরগঞ্জ, মেহেরপুর, নেত্রকোনা, বগুড়া, গাজীপুর, সাতক্ষীরাসহ দেশের বেশির ভাগ স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
Category: 1stpage, Scroll_Head_Line, দেশের খবর, ব্রেকিং নিউজ, শীর্ষ সংবাদ