• ২০ কার্তিক ,১৪৩১,05 Nov ,2024
  • ব্রেকিং নিউজ : বাংলাদেশের রিকশাচিত্র পেল ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি

রিয়াদের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি পর্যালোচনা করবে বার্লিন: ভাইস চ্যান্সেলর

| জানুয়ারী 9, 2016 | 0 Comments

4bhk33de23f0ff1le3_620C350আন্তর্জাতিক: জার্মানির ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল সৌদি আরবের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রিয়াদের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়টি পর্যালোচনা করে দেখবে বার্লিন।

 সৌদি আরব গণভাবে প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমরসহ ৪৭ জনের প্রাণদণ্ড কার্যকর করার পর আন্তর্জাতিক অঙ্গনে রিয়াদের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। এরই পরিপ্রেক্ষিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করল ইউরোপীয় ইউনিয়নের শক্তিশালী দেশ জার্মানি।

 এর আগেও সৌদি আরবের কাছে হেকলার অ্যান্ড কোচ জি৩৬ অ্যাসাল্ট রাইফেলসহ আক্রমণের কাজে ব্যবহারযোগ্য অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রি বন্ধ রেখেছে বার্লিন।

Category: 1stpage, Scroll_Head_Line, আন্তর্জাতিক, শীর্ষ সংবাদ

About the Author ()

Leave a Reply